দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে থানায় এজাহার দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের এক নারী সহ ৩ জন আহত হয়েছেন। আহতদের বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ হামলাকারীদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছী নবাপাড়ায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় ইয়ার আলী মন্ডল (৬৫) ও তার স্ত্রী শাহিদা খাতুন (৫৫) এবং মেয়ে বেবি খাতুন (৩৫) আহত হয়েছেন। আহতরা দৌলতপুর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও আহতদের পরিবার সূত্রে জানাগেছে, পৈত্রিক বসত ভিটায় ইয়ার আলীর অংশের জমি জোর পূর্বক দখল করে বাড়ী করে বসবাস করছেন প্রতিপক্ষ আফসার আলী। প্রতিপক্ষকে তার ঘর অপসারন করে জমি-জায়গা বুঝিায়ে দেয়ার অনুরোধ করা হলে তিনি তা কর্ণপাত করেননি। প্রতিপক্ষের বাড়ির পুরাতন পাটখড়ির বেড়া বাতাসে পড়ে গেলে এনিয়ে গত বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ইয়ার আলীর বাড়ির সামনে গিয়ে তার স্ত্রী শাহিদাকে অকথ্য ও অশালীন ভাষায় গালমন্দ করে এবং ধারালো হাসুয়া দেখিয়ে হত্যার হুমকি দিয়ে মারতে উদ্যত হয়। এ ঘটনায় বাকবিকন্ডা হলে গত ২১ মার্চ সকাল ৮টার দিকে হযরত আলী (৩৬), বিপুল (৩০), আফসার আলী (৭০) জমির মালিক ইয়ার আলীর স্ত্রী শাহিদার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। হামলা ও মারপিটের ঘটনায় ইয়ার আলীর স্ত্রী শাহিদা খাতুন ওই দিন দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের সূত্র ধরে আফসার আলীর নেতৃত্বে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যার পূর্বে ইয়ার আলীর ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। বাঁধা দিতে গেলে স্ত্রী শাহিদা খাতুন ও তার মেয়ে বেবি খাতুনকে বেধড়ক মারপিট করে আহত করে। একই সময় হামলকারীরা হযরত আলী (৩৬), আলেপ (৩০), মিকাইল (২৫) বাড়িঘর ভাঙচুর করে। হামলা ও মারপিটের ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যব¯’া গ্রহন করা হবে।
Leave a Reply