কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলা ৬ নং জিয়ারখী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হররা গ্রামের কৃষক হাবিল ও তার পরিবারের উপ হামলা করেন একই এলাকার ১। কিয়াম উদ্দিনের ছেলে চতুর মন্ডল ( ৭৫),২।আতর আলীর ছেলে আক্কাস (৪৫) । চতুর মন্ডলের ছেলে মাসুুদ (৩০), ৪। আতর আলীর ছেলে মাছুম (৩০), ৫। মৃত হবিবারের স্ত্রী রুশী খাতুন (৪৫) সর্ব–সাং জিয়ারখী গ্রাম হররা, থানা ও জেলা–কুষ্টিয়া। জানা যায় যে,কাথুলিয়া গ্রামের রহিমের স্ত্রী হাবিলের বড় বোন মহেলা খাতুন গত ২২/০১/২০২১ ইং তারিখে তার পিতার বাড়ি হররায় বেড়াতে আসলে । গত ২৩ জানুয়ারী তারিখে ভোর সাড়ে ৬ টার সময় জলিল সরদারের ছেলে কৃষক হাবিল মাঠে জমি চাষের জন্য বাড়ি হইতে বের হওয়ার পূর্বেই গেটের সামনে বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরে তাকে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট শুরু করলে বাদী ঠেকাইতে গেলে তাকেও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি মারপিট করে হাঁড় ভাঙ্গা ও ফোলা কালশিরা জখম সহ রক্তাক্ত জখম করে দেয়। এব্যাপারে মহেলা খাতুন বলেন, আমার ভাইয়ের কাছ থেকে গরু কেনা নগদ এক লক্ষ টাকা তার ছেলের চিকিৎসাবাবত দিতে আসছিলাম। আমার কাছে থাকা এক লক্ষ টাকা রুশিলা খাতুন জোরপূর্বক ছিনিয়ে নেয়। এবং বলেন যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে অসুবিধা আছে বলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশ এর হুমকি প্রদান করে। উক্ত বিবাদীগণ যেকোন সময় আমার ও আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। স্থানীয় এলাকা বাসীরা বলেন সকালে তাদের দুই পরিবারের মধ্যে মারামারি হয়েছে এবং দুই পক্ষেরই জখম হয়েছে। এক পক্ষর মামলা নিয়েছে থানায়। গত মঙ্গবার ২৬/১/২০২১ তারিখে মহেলা (৫০) আদালত আতœসমর্পন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
Leave a Reply