1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 4:13 pm

ডোপ টেষ্ট করলেই বেরিয়ে আসবে দারোগা আনিছ মাদক সেবী!

  • প্রকাশিত সময় Friday, March 21, 2025
  • 60 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ দাপ্তরিক ভাবেই ডোপ টেষ্ট করলেই বেরিয়ে আসবে দারোগা আনিছ মাদক সেবী। ৫ আগষ্টের আগেও আওয়ামী লীগের বড় নেতার আত্মীয় পরিচয়ে দাঁপিয়ে বেড়াতেন শহর জুড়ে। মাদকের আঁখড়া থেকে টাকা আদায়, মাদক ব্যবসা পরিচালনা, হোটেলে নারী দিয়ে ব্যবসা, নিরীহ মানুষকে ধরে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে হয়রানী করার মত ভরিভরি অভিযোগ আছে। ৫ আগষ্ট পরবর্তি সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আত্মীয় পরিচয় দিয়ে নিজেকে জাহির করছেন। বগুড়ায় বাড়ি হওয়ায় বিএনপির বড় বড় নেতার পরিচয়ে দৌলতপুরের সীমান্ত জুড়ে অপরাধে স্বর্গরাজ্য তৈরি করে ফায়দা লুটে নিচ্ছেন। একের পর এক অপকর্ম করেও পার পেয়ে যাচ্ছেন। পুলিশের কয়েকজন কর্মকর্তাকে ম্যানেজ করে ধামাচাপা দিচ্ছেন অপকর্ম। পত্র-পত্রিকায় আনিছের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর বহু মানুষ মুখ খুলতে শুরু করেছেন। তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করছেন অনেকে। এদিকে পত্রিকায় সংবাদ প্রকাশের হওয়ার পর এখনো বহাল তবিয়তে আছেন। তার কাছের কয়েকজনকে বলেছেন নিউজ করে কি হবে? আমি থানার ওসিকেই গুনি না। সেখানে অন্য অফিসারকে গোনার সময় নেই। খোঁজ নিয়ে জানা দেখা গেছে, দৌলতপুরে আরো নানা অপরাধের তথ্য মিলেছে। মাদক সেবনসহ মাদক কারবারীদের সহযোগিতা করার মত বেশ কয়েকটি তথ্য মিলেছে। স্থানীয়রা জানান, আনিছ যে মাদক সেবন করে, তা ডোপ টেষ্ট করলেই বেরিয়ে আসবে। জরুরী তার ডোপ টেষ্ট করানো প্রয়োজন। ওই সূত্র জানায়, তিনি সারাদিন শতাধিক পান ও সিগারেট খান। পান ও সিগারেট খেতেই তার হাজার টাকা প্রয়োজন পড়ে। তিনি যা বেতন পান তা দিয়ে সিগারেট ও পান খেতেই অর্ধেক টাকা ফুরিয়ে যায়। এএসআই (নিঃ) হিসেবে ২০১৫ সালের অক্টোবর মাস থেকে ২০১৮ সালের অক্টোবর মাস পর্যন্ত কুষ্টিয়া জেলায় বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। পরবর্তী এসআই হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের অক্টোবর মাস হতে ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত মিরপুর থানায় কর্মরত ছিলেন। মিরপুর থানায় কর্মরত থাকাকালীন সময়ে তিনি তৎকালীন ওসি আবুল কালামের আস্থাভাজন হয়ে মাদক, আটক বাণিজ্য, মদ্যপান, মাদক ব্যবসায়ীকে নিয়ে নিজের মোটরবাইকে নিয়ে ঘুরিয়ে বেড়ানো, নারীর প্রতি দূর্বলতা ইত্যাদিসহ বিভিন্ন অপ্রকর্মের জন্য তার বিরুদ্ধে

অভিযোগ হলে পুলিশ সদর দপ্তর কর্তৃক তদন্তকালীন সত্যতা পাওয়া যায়। উক্ত টিমকে অবৈধ মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করেন এসআই আনিছ। পরবর্তী তার শাস্তিমূলক যশোর জেলায় বদলি হয়ে যায়। উক্ত বদলি পরবর্তী তিনি কুষ্টিয়ায় ২০২৩ সালের এপ্রিল মাসে যোগদান পরবর্তী কুমারখালী থানা, খোকসা থানা, কুষ্টিয়া মডেল থানা ও সর্বশেষ দৌলতপুর থানাধীন তেকালা পুলিশ ক্যাম্পে কর্মরত থেকে নারীবাজি ও মাদক সেবন, আটক বাণিজ্য, মাদক ব্যবসায়ীদের থেকে মাসিক উত্তোলন, ভুয়া তালিকা তৈরি করে সাধারণ মানুষকে আওয়ামী দোসর বানিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েন। মিরপুরে চাকুরিকালীন সময়ে তিনি নিজে ভারতীয় বেয়ার, লেমন সেবন করেন। সেই সাথে মিরপুর রেল ব্রিজের নিচে মদের দোকান মাদক ব্যবসায়ী শ্রী লক্ষন ও সুশিল এর সাথে গভীর সখ্যতা ছিল। তাদের দোকানে নিয়মিত ওঠাবসা ছিল। তার ব্যবহৃত ঢাকা মেট্রোঃ ল-১৪-১৫৬২ বাজাজ পালসার কালো রঙ্গের মটর সাইকেলে মাদক ব্যবসায়ীদের নিয়ে ঘুরে বোড়তেন। এদিকে আনিছের বিরুদ্ধে সাধারন মানুষ নানা অভিযোগ করেছেন। মিরপুর ও কুমারখালীতে থাকতে আওয়ামী লীগ নেতাদের হয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ধরে এনে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার মত বহু অভিযোগ আছে। ফেসবুকে একজন লিখেছেন আমার ভাইকে মিথ্যা মামলা দিয়ে ৬ মাস কারাগারে রেখেছিলেন আনিছ। আরেকজন লিখেছেন মাদক ব্যবসা ও নারীদের দিয়ে ব্যবসা করা তার প্রধান কাজ। এসআই আনিছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং তাকে তেকালা পুলিশ ক্যাম্প থেকে অপসারণের দাবিতে স্থানীয়রা গত ৬ মার্চ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। কুষ্টিয়া পুলিশ লাইনের গোপনীয় শাখার একজন কর্মকর্তা বলেন, আনিছের বিরুদ্ধে সদরে থাকতে নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ ছিল। এরপর তাকে তেকালা পাঠানো হয়। নতুন করে অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এদিকে অভিযোগ থেকে বাঁচতে আনিছ নানা তদবির করছে। এলাকার সাবেক এক চেয়ারম্যানসহ কয়েকজন বিএনপি নেতাকে সাথে নিয়ে সার্কেল ও এসপি অফিসে আসেন। তদন্তের দায়িত্বপ্রাপ্ত মিরপুর সার্কেলের রিডার এসআই রেজাউল করিমের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে। আনিছের বন্ধু হওয়ায় তাকে বাঁচানোর চেষ্টা করছেন। আনিছের হয়ে কৈফিয়ত লিখে দিয়েছেন এই এসআই রেজা। আনিছের সোর্স ও অবৈধ কাজের সঙ্গী ওই ৫জন ব্যক্তির মধ্যে একজন স্থানীয় মেম্বার ইয়ার আলী। ইয়ার আলীর সাথে কথা বলতে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি। তিনি কুষ্টিয়া মডেল থানায় কর্মরত থাকার সময় ২০২৪ সালের ২৩ অক্টোবর দুপুরে কুষ্টিয়া শহরের সেভ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার এক ৪ মাস বয়সী শিশু মৃত্যুবরন করলে তিনি আইনি ব্যবস্থার পরিবর্তে ক্লিনিক ম্যানেজারের নিকট থেকে ১০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করে নিহতের পরিবারকে কোন আইনি সহায়তা করেননি অভিযোগ রয়েছে। এছাড়া সদর থানার একটি হত্যা মামলায় ঝাউদিয়ার মজিদ মেম্বারকে ধরার পর তার স্ত্রীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেন আনিছ। এদিকে আনিচকে বাঁচাতে এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী, ২ সাংবাদিক উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যে সংবাদ সম্মেলন করা ও প্রতিবাদ ছাপার নামে অর্থ হাতিয়ে নিয়েছে তারা। এছাড়া বিএনপির কয়েকজন নেতা ভেতরে ভেতরে তাকে বাঁচানোর চেষ্টা করছে। তারা মিরপুর সার্কেল ও পুলিশ লাইনের তিন কর্মকর্তাকে আনিছ ভালো ও সৎ লোক বলে বোঝানোর চেষ্টা করছেন। তারা আনিছের পক্ষে ছাফাই গাইছেন। এদিকে আনিছ তার অপকর্ম ঢাকতে মোটা অঙ্কের অর্থ দিয়ে সাংবাদিক ও পুলিশের তিন কর্মকর্তাকে ম্যানেজ করার চেষ্টা করছেন। ইতিমধ্যে পুলিশের দুই অফিসারকে তিনি অর্থ দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। তারা আশ্বস্ত করেছেন তার কিছুই হবে না। এলাকার কয়েকজন জানান, আনিছ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আত্মীয় বলে পরিচয় দিয়ে বেড়ায়। এ পরিচয় দিয়ে তিনি বিএনপির লোকজনের কাছে হিরো সাজার চেষ্টা করছে। অথচ বিগত বছরগুলোতে আওয়ামী লীগের এমপি ও নেতাদের কথায় তিনি বহু নিরীহ নেতাকর্মীকে হয়রানী করেছেন। এই ধরনের অফিসারকে দ্রুত প্রত্যাহার করার দাবি জানান এলাকার মানুষ। নানা অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে দারোগা আনিছের মোবাইলে রিং দিলেও তিনি কথা না বলে লাইন কেটে দেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640