ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে গতকাল বুধবার (২০ মার্চ) ঢাকায় ব্রুনাই দারুস সালামের হাইকমিশনে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ব্রুনাই হাইকমিশনার হাজি হারিছ বিন উছমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা একাডেমিক,

সাংস্কৃতিক ও গবেষণা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উভয় পক্ষ উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ হাইকমিশনের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং ব্রুনাই হাইকমিশনার হাজি হারিছ বিন উছমানের হাতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ‘ত্রৈমাসিক বার্তা’ ও ডায়েরি তুলে দেন।
Leave a Reply