কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হননি। চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে এমন ঘটনা এটাই প্রথম। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেনি। তবে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বুধবার করোনা হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ কমেছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত এ হাসপাতালে ৭৪ রোগী চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৫। আর উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন ২৯ জন। ১১ দিন আগে গত ১৮ আগস্ট করোনার রোগী ভর্তি ছিলেন ১২৮ জন, যা বর্তমান ভর্তির তুলনায় দ্বিগুণের বেশি। সে সময় উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন ৩৮ রোগী। বুধবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, করোনা ইউনিটের বারান্দাগুলো ফাঁকা। যেখানে কদিন আগেও মেঝেতে রোগীতে ঠাসা ছিল। বর্তমানে সব রোগীই ওয়ার্ডের শয্যায় চিকিৎসাধীন। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৬টি নমুনা পরীক্ষার বিপরীতে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭২০। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৩৭ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ৭৩১ জন। নতুন করে শনাক্ত হওয়া ৩২ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৬, কুমারখালীতে ৪, দৌলতপুরে ৫, মিরপুরে ১১ ও খোকশা উপজেলায় ৬ জন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫২। তাঁদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৯৮৩ জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের (করোনা হাসপাতাল) তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, নতুন রোগী ভর্তি অনেক কমের দিকে। আশা করা যাচ্ছে, করোনায় আক্রান্ত রোগী আরও কমে যাবে।
Leave a Reply