কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম ইয়া নূর। শিশুটি ওই গ্রামের আবদুল মতিন মিস্ত্রির ছেলে। নিহতের পরিবার জানায়, নূর সকালে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরপাড়ে চলে যায় সে। এরপর প্রায় ঘণ্টাখানেক পর শিশুটি বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নূরকে পুকুরে ভাসতে দেখতে পান স্বজনেরা। পরে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্বজনেরা তৎক্ষণাৎ কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply