দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৫ টার সময় উপজেলা জামায়াতের নিজ কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা আমীর উপাধ্যক্ষ মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কেন্দীয় সুরা সদস্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাহবুব মাজহার। এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা মডেল মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আরজ উল্লাহ, স্থানীয় জামায়াত নেতা এনামুল হক, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আশা জামায়াতের নেতা-কর্মীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যপক মাওলানা আবুল হাশেম বলেন, বাতিলের রাজনীতি পরিহার করে জমায়াতে ইসলামের পতাকা তলে আসুন, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করে আল্লাহ ও রাসুলের দেখানো পথ অনুসরন করে সারা বিশ্বে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে সকলের ভালবাসায় কোরআন ও সুন্নায় রাষ্ট্র পরিচালনা করতে আমরা ঐক্যবদ্ধ হই। বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখা এ ইফতার মাহফিলের আয়োজন করে।
Leave a Reply