খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় খোকসা উপজেলা প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র–ছাত্রীদের মাঝে মঙ্গলবার সকালে কম্বল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নিবার্হী কর্মকর্তা মেজবাহ উদ্দিন, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার, খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল–মাসুম মোরশেদ শান্ত, উপজেলা থানা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, খোকসা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন প্রতিবন্ধী ছাত্র–ছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতিবন্ধী শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে পিছিয়ে না পরে এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। এ সময় প্রতিবন্ধী বিদ্যালয়ে মোট ৪০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ ও তিনজন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
Leave a Reply