কাগজ প্রতিবেদক ॥ পূর্ণাঙ্গ একজন ডাক্তার হতে হলে অথবা তার নামের পূর্বে ডাক্তার লিখতে হলে তাকে অবশ্যই ন্যূনতম পাঁচ বছরের এমবিবিএস ডিগ্রী অথবা বিডিএস ডিগ্রি অর্জন করতে হবে, বাংলাদেশ একটি জনবহুল দেশ একটা সময় মেডিকেল চিকিৎসকের সংকট ছিল, সেই সময় বাস্তবতা নিরিখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল করা হয়েছিল। তাদের নামই ছিল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা চিকিৎসকদের
সহকারি কিন্তু আজ তারা চিকিৎসকের সহকারী থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হতে পারে না। চিকিৎসক সহকারী চিকিৎসক সহকারী হিসেবে কাজ করবে তারা। গ্রামে গঞ্জে একটা লেভেল পর্যন্ত তারা চিকিৎসা দেবে এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু পূর্ণাঙ্গ একজন ডাক্তার হতে হলে তাকে অবশ্যই ন্যূনতম পাঁচ বছরের এমবিবিএস ডিগ্রী অথবা বিডিএস ডিগ্রি অর্জন করতে হবে, তা না হলে আমরা কাউকে নামের পূর্বে ডাক্তার লিখতে দিতে পারি না এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই এর বিপরীতে কোন রায় যদি প্রকাশ হয় তাহলে আমাদের চিকিৎসা সমাজ এবং ছাত্রসমাজ সহ সারা বাংলাদেশের চিকিৎসকরা রুখে দাঁড়াবো। এই রায় আমাদের পক্ষে না আসা পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করে যাব ডিএমএফ অথবা ম্যাটস ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎস ও শিক্ষার্থীবৃন্দের কমপ্লিট শাটডাউন ও বিক্ষোভ মিছিলে বুধবার (১২ মার্চ) কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিভাগের প্রধান ডা. আকরামুরুজ্জামান মিন্টু এসব কথা বলেন। এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দরা কমপ্লিট শাটডাউন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজ ক্যাম্পাসে।
Leave a Reply