1. nannunews7@gmail.com : admin :
March 12, 2025, 11:53 pm
শিরোনাম :
এবার শাপলা চত্বরে ‘গণহত্যার’ অভিযোগে হাসিনাসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কুষ্টিয়া হরিপুরে ফেসবুকে স্টাটাস দিয়ে যুবকের আত্মহত্যা কুষ্টিয়ায় ব্যবসায়ীর পুরুষাঙ্গ কর্তনের মামলায় ৭ হিজড়া কারাগারে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ অধ্যক্ষ সোহরাব উদ্দিন মিরপুরে “ভোটার তালিকা হালনাগাদের ২য় সমন্বয় সভা অনুষ্ঠিত আলমডাঙ্গার বৈদ্যনাথপুর সড়কে বাঁশ বেধে গতিরোধ করে ছিনতাই কুষ্টিয়ায় প্রতিবন্ধী নারীদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন খোকসায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক নামের আগে ডাক্তার লিখতে তাকে অবশ্যই নুন্যতম পাঁচ বছরের এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রী থাকতে হবে অন্তত ২ বিলিয়ন ডলারের পাটপণ্য রপ্তানি করতে চায় সরকার

রাষ্ট্রের ব্যবস্থার চেয়ে মানুষের সমস্যা বেশি আলোচনা হওয়া উচিত: তারেক রহমান

  • প্রকাশিত সময় Wednesday, March 12, 2025
  • 3 বার পড়া হয়েছে

 

 

ঢাকা অফিস ॥ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষের দুর্দশা তুলে ধরে রাষ্ট্রীয় বিভিন্ন ব্যবস্থার চেয়ে মানুষের সমস্যার সমাধান কোন দল কীভাবে দেবে সে আলোচনা বেশি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়ে করণীয় ঠিক করতে না পারলে ‘দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে’ বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার বিকালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মন্তব্য করেন।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছে তিনি বলেন, “এই মুহুর্তে যদি আমরা পত্রিকা খুলি, টেলিভিশনের পর্দায় কী দেখি? আমরা দেখি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কী পরিমান দূঃখ-কষ্টে আছে এ দেশের অধিকাংশ মানুষ। আমরা কেনো রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কীভাবে এই ব্যবস্থাটিকে হেন্ডেল করব, কীভাবে ডিল করব…
“আমি কীভাবে নিত্যপ্রয়োজনয়ীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে রাখব। এটিকে যদি রাখতে হয় তাহলে কীভাবে আমরা বাজার ব্যবস্থা সাজাব, এটিকে ঠিক করতে হলে কীভাবে আমরা উৎপাদন বাড়াব।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আমি মনে করি, বিএনপি তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে, এ সব বিষয় অবশ্যই আমাদের জাতির সামনে অ্যাডড্রেস করা উচিত।
“তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থাসহ বিভিন্ন ব্যবস্থা যেমন আলোচনা করা উচিত… তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত মানুষের সমস্যা সমাধান কোন দল কীভাবে করবে।”
এ বিষয়েও দলগুলোর কী ধরনের সংস্কার কর্মসূচি আছে সেগুলো তুলে ধরার কথা বলেন তারেক রহমান।
একে অপরের বাস্তবধর্মী সমালোচনা করায় সমস্যা দেখছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতি যেন না হয়, জনগণ ও দেশের এসব বিষয় তুলে ধরতে ভুলে যাবে, অন্যকিছু মুখ্য হয়ে এগুলো গৌণ হয়ে যাবে সে ব্যাপারেও সতর্ক করেন তিনি।
এটা হলে এ দেশের সম্ভাবনা সব শেষ যাবে, নষ্ট হয়ে যেতে পারে মন্তব্য করে তারেক রহমান বলেন, “এটি কারোরই চাওয়া নয়।”
কৃষি উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয় তুলে ধরে তিনি বলেন, “দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হলে অবশ্যই আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে। কৃষি উপাদন কীভাবে বৃদ্ধি করব?
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র খাল খননের মাধ্যমে কৃষি জমিতে উৎপাদন বাড়িয়েছিলেন। যে জমিতে এক ফসল হতো সেখানে দুই-তিন ফসল হয়েছে সঠিক সময়ে পানি সরবরাহ করার মাধ্যমে। খাল খননের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল।”
তারেক রহমান বলেন, “২০ কোটি জনসংখ্যার এ দেশের মানুষের একটি প্রাইমারি প্রয়োজন হচ্ছে মিনিমাম চিকিৎসা ব্যবস্থা। আমরা রাজনৈতিক দলগুলো কীভাবে আমাদের দেশের মানুষের ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করব সে বিষয়গুলো কেনো তুলে ধরছি না। সেটি কি সংস্কার নয়? আমি যে বাজার ব্যবস্থা ও উৎপাদন ব্যবস্থার কথা বলেছি সেটি কি সংস্কার নয়?”
“শুধু একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না এটি কি সংস্কার? শুধুমাত্র নির্বাচনের সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে… অবশ্যই করতে হবে।
“তবে কি শুধু এসবই সংস্কার? জনগণের সমস্যাগুলো সমাধান করার বিষয় নিয়ে সংস্কার হতে পারে না? আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, এগুলো সংস্কারের প্রয়োজন।”
মানুষের সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর নির্দেশনা ও পরিকল্পনার থাকতে হবে এবং সেগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সংস্কার আরও হতে পারে মন্তব্য করে তারেক রহমান বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যদি সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে না পারি তাহলে কী করে আমাদের পক্ষে সম্ভব এদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, কী করে সম্ভব একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা।”
প্রত্যেকটি দলের কী ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে তা জনগণকে জানানো উচিত মন্তব্য করে তিনি বলেন, “আমরা বলি, উপাদনমুখী শিক্ষা ব্যবস্থা… ফাইন… তো উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা হলে, সেটা কী আরেকটু ডিটেইল বলা উচিত না।”
পরিবেশ দুষণ রোধে সংস্কার প্রস্তাব জরুরি মন্তব্য করে তারেক রহমান বলেন, “পরিবেশ দুষণ অত্যন্ত তীব্র মাত্রায় হচ্ছে। সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে পরিবেশ হুমকির সম্মুখীন।
“আমরা রাজনৈতিক দলগুলো জাতির সামনে পরিবেশের ব্যাপারে সংস্কার উপস্থাপন করতে পারি না? কীভাবে আমরা আমাদের পরিবেশের উন্নতি ঘটাতে পারি। এই যে পরিবেশ দুষণ, সেটা কীভাবে কমাতে পারি? আমি মনে করি, পরিবেশ বিষয়ে সংস্কার প্রস্তাব একটা গুরুত্বপূর্ণ অংশ।”
শিল্পায়নের পরিবেশ সৃষ্টি, মানুষের খাবার পানি, মানুষের ব্যবহার্য পানি, পরিবেশ-জ্বালানি প্রভৃতি বিষয়ে করণীয় সংস্কার রাজনৈতিক দলগুলোর তুলে ধরা উচিত বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ঢাকার গুলশান শুটিং ক্লাবে এনডিএম রাজনীতিবিদ ও নাগরিকদের সম্মানে ইফতার আয়োজন করে।
সেখানে ইফতারের আগে বক্তব্য রাখেন- এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির মাহাদী আমিন, আমার বাংলাদেশ (এবি) পার্টির মজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640