কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ^বিদ্যালয় কর্মকর্তা সমিতির আয়োজনে জাতীয় শোকদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে কর্মকর্তা সমিতির কার্যালয় চত্বরে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহা’র সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন। বিশেষ অতিথি ছিলেন ইবি বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন। কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমানের পরিচালনায় শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্মকর্তা সমিতির সাবেক সভাপতি ডাঃ মোঃ রবিউল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলী হাসান, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার ড. আমানুর আমান, ইবি বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আব্দুর রশীদ বকুল, কর্মকর্তা সমিতির সহ-সভাপতি গোলাম আযম পালাশ এবং ইবি বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক দেওয়ান টিপু সুলতান। সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন, বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত এবং কাঙালি ভোজের আয়োজন করা হয়।
Leave a Reply