1. nannunews7@gmail.com : admin :
March 12, 2025, 4:56 pm

ভেড়ামারার জেএম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলো জাসদ নেতা মিজান! চরম ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর

  • প্রকাশিত সময় Tuesday, March 11, 2025
  • 5 বার পড়া হয়েছে

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের জে.এম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন জাসদের গর্ভে লালিত ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা, বিগত সরকারের ১৭ বছরের সর্বোচ্চ সুবিধাভোগী, জাসদের নির্বাচনকালীন অন্যতম লিয়াজো মাস্টার নামে খ্যাত, চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান। তিনি বিগত শাসনামলের ১৪ বছর জাসদ ও আওয়ামী ফ্যাসিস্ট লীগের ছায়াতলে থেকে ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ারে বহাল তবিয়তে ছিলেন। ভেড়ামারার সাবেক তিনবারের এমপি অধ্যাপক শহিদুল ইসলামের নিজ হাতে গড়া কলেজটির তার সময়ে সর্বোচ্চ নৈতিক অবক্ষয় হয়েছিল বলে জানা গেছে।
এই কারণে জেএম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় জগশ্বর ও মওলাহাবাশপুর গ্রামবাসী দারুন ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সাথে বিদ্যালয়টির ছাত্রীদের অভিভাবকরাও এ নিয়ে চরম ক্ষিপ্ত হয়েছেন। অনেকে আশঙ্কা করে বলছেন, মিজান অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় বিদ্যালয়টিতে ছাত্রী সংখ্যা কমে যাবে।

 


নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়টির সিনিয়র এক শিক্ষক বলেন, তার মত মানুষ বিদ্যালয়টির সভাপতি হওয়ায় আমরা চরম উৎকণ্ঠিত। কিন্তু আমাদের হাত-পা বাধা ছিল। তাই কিছুই করতে পারিনি। শুধু তাই নয় এডহক কমিটির জন্য মনোনীত তিনটি সদস্যই তার পারিবারিক সদস্য ছিল। একজন তিনি নিজে, আরেকজন তার স্ত্রী, বাকিজন তার ভাতিজা। সমস্ত শিক্ষক থেকে শুরু করে ছাত্রীদের অভিভাবকরাও দুঃখ প্রকাশ করেছেন এ বিষয়টিতে।
মওলাহাবাসপুরের বাসিন্দা জনৈক এক অভিভাবক বলেন, তিনি দীর্ঘ মেয়াদে এই বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি থাকলে, ক্রমান্বয়ে ছাত্রীদের সংখ্যা কমে যাবে। শিক্ষার্থী শূন্যতায় বিদ্যালয়টি এক সময় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। তাছাড়াও মিজান সভাপতি হওয়ার আগেই তার সহোদর আমাদের হুঁশিয়ারি দিয়ে গেছে। এই স্কুলের শিক্ষক, কর্মচারী থেকে শুরু করে অভিভাবকরাও স্বাধীনভাবে কাজ করতে পারবো না।
সূত্র জানায়, এক সময় বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ছিল ভেড়ামারা আর্দশ কলেজের প্রভাষক মিজানুর রহমান মিজান। তিনি বরাবরই দল বদলের রাজনীতিতে বিশ্বাসী। যখন যে দল আসে সে দলের রাজনীতিতে তিনি আলিঙ্গন গাড়েন। পরবর্তীতে আওয়ামীলীগ-জাসদ সরকার গঠন করলে তিনি জাসদে যোগদান করেন। পদ পায় চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সহ-সভাপতির। প্রায়ই স্বগৌরবে বলতেন আমি জাসদ নেতা আর এক আওয়ামী লীগ নেতার মামাতো ভাই। আমাকে কে ঠেকায়! বিএনপি যদি কোনদিন ক্ষমতায় আসেতো আবার পূর্ব পরিচয় নিয়ে বিএনপিতে যাব।
৫ ই অগাষ্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলে সে আত্মগোপনে চলে যায়। এ বিষয়ে ভেড়ামারা পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলু বলেন, মিজানুর রহমান মিজান আওয়ামীলীগ ও জাসদ সরকারের শাসনামলের চিহ্নিত দোসর । জাসদের গর্ভে সুরক্ষিতভাবে লালিত পালিত ও আওয়ামীলীগের পৃষ্টপোষকতায় বেড়ে উঠা সে একজন ফ্যাসিবাদের অন্যতম কান্ডারী। রাজনৈতিক ভাবে চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সহ-সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। তার মতো একজন চিহ্নিত ফ্যাসিষ্ট সরকারের দোসর বর্তমান সময়ে যেকোন প্রাতিষ্ঠানিক পদে আসাটায় লজ্জাজনক। বিগত আমলে এমন কোন সুযোগ-সুবিধা নাই যে তিনি আওয়ামী লীগ ও জাসদের থেকে নেননি। চাঁদগ্রাম জাসদের অফিসই ছিল তার আবাসভূমি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640