1. nannunews7@gmail.com : admin :
March 12, 2025, 12:35 pm

হামাসের সঙ্গে সরাসরি কথা, ট্রাম্পের দূত বললেন ‘যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট নয়’

  • প্রকাশিত সময় Tuesday, March 11, 2025
  • 4 বার পড়া হয়েছে

এনএনবি : জিম্মি মার্কিনির মুক্তি নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত অ্যাডাম বোয়েলার ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে তার সরাসরি কথা বলার পক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র তার স্বার্থ অবশ্যই আগে দেখবে, আর অন্যদের এটাও বোঝা উচিত ওয়াশিংটন ইসরায়েলের এজেন্ট নয়।
হামাসের সঙ্গে ট্রাম্পের এ দূতের সরাসরি কথায় ইসরায়েলি কর্মকর্তারা বেশ চটেছেন, প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে তারা বোয়েলারের এমন পদক্ষেপে ক্ষুব্ধ।
তাদের ক্ষোভের পাল্টায় রোববার বোয়েলার ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যমে তার অবস্থান তুলে ধরেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ট্রাম্পের দূতের এদিনের কিছু মন্তব্যও ইসরায়েলি কর্মকর্তাদের চোখ কপালে তুলে দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে – ‘যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট নয়’ এ কথা।
গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন আলোচনা শুরু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার ও মিশর, তার সমান্তরালে যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যেও কথাবার্তা হচ্ছে, যার মূল লক্ষ্য হচ্ছে গাজায় এখনও জিম্মি হিসেবে থাকা মার্কিনিদের মুক্তি। তবে বোয়েলার বলছেন, তার লক্ষ্য সব জিম্মির মুক্তি।
চ্যানেল টুয়েলভ তার কাছে জানতে চেয়েছিল, হামাস শেষ পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে এবং গাজার ভবিষ্যৎ রাজনীতির অংশ হবে না, এমনটা ঘটবে তা তিনি বিশ্বাস করেন কিনা। এর জবাবে বোয়েলার বলেন, “হ্যাঁ, বিশ্বাস করি।”

 


কবে থেকে তার সঙ্গে হামাসের যোগাযোগ শুরু হয়েছে এবং কতবার কথা হয়েছে সে বিষয়ে ট্রাম্পের এ দূত কিছু বলতে রাজি হননি।
কান নিউজের সঙ্গে কথোপকথনে বোয়েলার জানান, হামাস তাকে বলেছে তারা ইসরায়েলের সঙ্গে ৫ থেকে ১০ বছরের চুক্তি করতে চায়, এর মধ্যে তারা অস্ত্র নামিয়ে রাখবে এবং রাজনৈতিক ক্ষমতা থেকে সরে যাবে।
হোয়াইট হাউজ ইসরায়েলিদের চেয়ে মার্কিন জিম্মিদের মুক্তিকে বেশি প্রাধান্য দিচ্ছে এমন উদ্বেগ প্রসঙ্গে মার্কিন এ দূত ইসরায়েলিদের আশ্বস্ত করে বলেন, “ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হচ্ছে আমেরিকা, ইসরায়েল উভয় দেশের জিম্মিদেরই বের করে আনা। এটা আমাদের অঙ্গীকার।”
হামাস যে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধবিরতি চায়, সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারেও তা বলেন বোয়েলার।
“দীর্ঘমেয়াদী চুক্তির কথা এসেছে। যেখানে আমরা কারাবন্দিদের ক্ষমা করে দেবো। হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে, তারা রাজি হয়েছে যে তারা সামনে রাজনীতি বা ক্ষমতায় থাকবে না,” বলেছেন তিনি।
যদিও হামাসকে এখন পর্যন্ত অস্ত্র সমর্পণ বা রাজনীতি ছেড়ে দেওয়ার বিষয়ে প্রকাশ্যে কোনো অঙ্গীকার করতে দেখা যায়নি।
বোয়েলার অবশ্য বলেছেন, হামাসের সঙ্গে সরাসরি কথা বলায় ইসরায়েলিরা কেন চটেছে তা তিনি বুঝতে পারেন, তবে দূত হিসেবে তার কাজ হচ্ছে সবার সঙ্গে বসা এবং সমাধান বের করা।
যুক্তরাষ্ট্রের এখনকার প্রশাসন ইসরায়েলিদের ভুলে যায়নি বলেও আশ্বস্ত করেন তিনি।
হামাসের সঙ্গে কথা বলতে ট্রাম্পই তাকে অনুমতি দিয়েছেন, শুরুর দিকে এ কথা বললেও রোববার তিনি এ দাবি থেকে সরে এসেছেন। বলেছেন, হোয়াইট হাউজের ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তার কাছ থেকে অনুমতি পেয়েছেন তিনি।
বিষয়টি সম্বন্ধে অবগত একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল বলছে, বোয়েলারকে হামাসের সঙ্গে কথা বলতে বলেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ।
হামাসের সঙ্গে যোগাযোগের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মারের সঙ্গে কথা হয়েছে বলে জানান বোয়েলার।
এ কথোপকথনের সময় ডারমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বলে জানিয়েছেন পশ্চিমা এক কর্মকর্তা।
সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে বোয়েলার জানান, তিনি ডারমারের উদ্বেগের ব্যাপারে সহানুভূতিশীল।
“আমি তার আতঙ্ক ও উদ্বেগ বুঝতে পেরেছি। আমি বিচলিত হইনি। কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখা দরকার যে, আমরা যুক্তরাষ্ট্র। আমরা ইসরায়েলের এজেন্ট নই। আমাদের নির্দিষ্ট স্বার্থ রয়েছে। আমরা প্রত্যক্ষ, পরোক্ষ নানাভাবে যোগাযোগ করেছি। আমাদের কিছু সুনির্দিষ্ট মানদ- রয়েছে, যা আমরা (অনুসরণ) করেছি,” বলেছেন বোয়েলার।
“ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হচ্ছে আমেরিকা ও ইসরায়েল উভয় দেশের জিম্মিদেরই বের করে আনা। এটা আমাদের অঙ্গীকার,” বলেছেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640