কাগজ প্রতিবেদক ॥ ইলেভেন স্টার ব্যবসায়ী গ্র“প কুষ্টিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একটি অরাজনৈতিক ব্যবসায়ী কল্যাণ ও সেবামূলক সংগঠন প্রতিপাদ্যকে সামনে রেখে ইলেভেন স্টার ব্যবসায়ী গ্র“পের পথ চলা। শুক্রবার (০৭ মার্চ) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সভাকক্ষে কোর্টপাড়াস্থ খন্দকার আমিনুল হক বাদশা সড়কের ইলেভেন স্টার ব্যবসায়ী গ্র“প এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে ইলেভেন স্টার ব্যবসায়ী গ্র“প কুষ্টিয়ার সভাপতি আব্দুস ছাত্তার সাদেক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,
কুষ্টিয়া জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া ইলেভেন স্টার ব্যবসায়ী গ্র“পের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ করিম, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সহ-সভাপতি আলহাজ্ব সোহানুর রহমান সুজন, সহ-সভাপতি শরাফ উদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নিহারুল ইসলাম নেন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির ও সহ- সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী নুরুল হক সহ অন্যান্য সদস্য ও ব্যবসায়ীগন। এ সময় প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল খালেক যাকাত দেওয়ার বিষয়ে ব্যাপক আলোচনা করেন, একজন ব্যক্তির সর্বনিম্ন ৮৫হাজার টাকা গচ্ছিত থাকলে তার উপর যাকাত ফরজ। প্রতি মাসে যে ব্যক্তি তার পরিবারের সকল চাহিদা পুরন করে ব্যাংকে টাকা জমিয়ে রাখে বছর শেষে ওই ব্যক্তির ৮৫হাজার টাকা থাকলে তার উপর ভিত্তি করে যাকাত দেওয়ার বিধান রয়েছে। তিনি বলেন যাকাত দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে নিজের পচ্ছন্দ যে জিনিসটি সেইটাই যাকাত দিতে হবে। ব্যাখ্যা দিয়ে বলেন, যাকাত দেওয়ার সময় কোন পোশাক যেনো মশারির মতো না হয়, আপনি যে ধরনের জিনিস ব্যবহার করেন সেই ধরনের বস্তু যাকাত দিলে আল্লাহ কবুল করবেন। অনেকে মনে করেন যাকাত দিলে অর্থ কমে যাবে, কিন্তু না’ যাকাত দিলে বরং অর্থের পরিমান বেড়ে যাবে। এইটা নবী রসুল সা: এর কথা, যে ব্যক্তি যাকাত দেয় আল্লাহপাক তার বরকত বাড়িয়ে দেন। তিনি উল্লেখ করে বলেন, ইলেভেন স্টার ব্যবসায়ী গ্র“প অসহায় মানুষের পাশে দাড়াতে, পথ শিশুদের মাঝে রমজান মাসে ইফতার ও খাবার বিতরন করে থাকে। প্রতি বছরের ন্যায় এই গ্র“পটা এবছরেও তিনটা ক্যাটাগরিতে যাকাতের নিয়ম রেখেছে, ৫হাজার, ১০হাজার ও ১৫হাজার, যারা যাকাত দিতে ইচ্ছুক এই ইলেভেন স্টার ব্যবসায়ী গ্র“পের মাধ্যমে যাকাত দিতে পারবেন। এছাড়া তিনি বলেন যারা নিজ দায়িত্বে যাকাত দিবেন তারা অবশ্যই, যাকাত প্রদান করার সময় আত্মীয়দের মধ্যে কেউ অভাবী বা দরিদ্র থাকলে তাকে প্রাধান্য দিন। আত্মীয়দের মধ্যে কেউ অভাবী না থাকলে বা দেওয়া হয়ে গেলে অভাবী প্রতিবেশীদের দিন। এরপর নিজের এলাকার অভাবীদের প্রয়োজন পূর্ণ করার চেষ্টা করতে হবে।
Leave a Reply