ঘুষ দিয়েও কাজ না পাওয়ায় রাতেই বাড়িতে চড়াও ঠিকাদার
কাগজ প্রতিবেদক ॥ সদ্য ওএসডি হওয়া কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আকুল উদ্দিনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যর অভিযোগ উঠেছে । এরই জের ধরে আকুল উদ্দিনের বাড়তি চড়াও হয় অভিযোগকারী ঠিকাদার ও তার সহযোগীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঠিকাদারের অভিযোগ, ৪০ লক্ষ টাকা চুক্তি করে ১০ লক্ষ টাকা অগ্রিম দিয়েও আউটসোর্সিং-এর কাজ দেয়নি সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে সন্ধ্যা রানী রাজবংশী নামের এক ঠিকাদার ১০ থেকে ১২ জন যুবক সহযোগীকে নিয়ে ডাঃ আকুল উদ্দিনের কোটপাড়াস্থ বাড়িতে গিয়ে হট্রগোল শুরু করে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আগেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। সুত্রে জানা যায়, সি.এস.আর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী সন্ধ্যা রানী রাজবংশী নামের ওই ঠিকাদার আউটসোর্সিংয়ের ভিত্তিতে ৬৮ জন কর্মচারী নিয়োগের টেন্ডারে অংশগ্রহণ করেন। কাজটি পেতে সিভিল সার্জনের সাথে তার গোপনে একটি মৌখিক চুক্তি হয়। চুক্তির শর্ত অনুযায়ী কাজটি পেতে ৪০ লক্ষ টাকা দেওয়ায় কথা সিভিল সার্জনকে। যার মধ্যে ১০ লক্ষ টাকা অগ্রীম হিসেবে দিয়েছেন ঠিকাদার সন্ধ্যা রানী রাজবংশী। এরপরও কাজ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে আকুল উদ্দিনের বাসায় যায়। ঠিকাদার সন্ধ্যা রানী রাজবংশী জানিয়েছেন, গত দুই বছর ধরে কুষ্টিয়ার সিভিল সার্জনের দপ্তরে ঠিকাদারি করে আসছেন তিনি। এবছর আউটসোর্সিংয়ের কাজটি করার জন্য আকুল উদ্দিনকে ৪০ লক্ষ টাকা দিতে চেয়ে অগ্রীম ১০ লক্ষ টাকা দিয়েছেন সন্ধ্যা রানী। টাকা নিয়েও তাকে কাজ না দিয়ে উল্টো মিরপুরের এক ঠিকাদারকে কাজ দিয়েছেন। বিষয়টি জানতে পেরে তিনি কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিনের বাড়িতে এসেছেন। সরজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বেশ কয়েকজন যুবককে নিয়ে আকুল উদ্দিনের বাড়ির গেটে হট্টগোল করছেন সন্ধ্যা রানী। পরবর্তীতে পুলিশ আসলে সেখান থেকে সবাই সরে যান। এদিকে সন্ধ্যা রানী রাজবংশীর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড?লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে সদ্য ওএসডি হওয়া কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিন কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। তিনিসহ বেশ কয়েকজন ডাক্তার একত্রিত হয়ে থানায় গিয়ে সাধারণ ডায়েরী করেছেন বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি ডাঃ আকুল উদ্দিন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশাররফ হোসেন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেসময় হামলাকারীরা কেউ ছিলোনা। এটা একটি টেন্ডার সংক্রান্ত ঝামেলা। এ ঘটনায় শুক্রবার সকালে বেশ কয়েকজন ডাক্তার এসে সাধারণ ডায়েরী করে গেছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য সম্প্রতি ২৯ জেলার সিভিল সার্জনকে ওএসডি করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার মোঃ আকুল উদ্দিনকে ওএসডি করা হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন করা হয়েছে খুলনা জেলার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেনকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ শাখার উপসচিব সনজীদা শারমিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ওএসডির আদেশ জারি করা হয়েছে ২ মার্চ। অপরদিকে ওই ঠিকাদার সন্ধা রাণীর বিরুদ্ধেও রয়েছে চাকুরী দেয়ার নাম করে টাকা নেয়ার অভিযোগ। সুত্রটি বলছেন, সন্ধা রাণী রাজবংশী নামে ওই মহিলা কিভাবে আউটসোসির্ং নামে হাসপাতালে চাকুরী দিতে পারেন। তিনি অনেক যুবকের কাছে ১ লাখ থেকে ৫০ হাজার পর্যন্ত টাকা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
Leave a Reply