কাগজ প্রতিবেদক ॥ বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গত ৭ মার্চ দিশা টাওয়ারে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হাফিজ লালু, সভাপতি, জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখা। তিনি তার বক্তব্যে বলেন পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও নাজাতের মাস। এই মাসের জন্য নবী করিম (সাঃ) অপেক্ষায় থাকতেন কারণ এই পবিত্র রমজান মাসে প্রতিটি মুসলমান তার জীবনের গোনাহ মাপের সুযোগ পেয়ে থাকেন। তিনি আরও বলেন আজ আমরা এখানে যেভাবে সব দলমত নির্বিশেষে একত্রিত হয়েছি, তেমনিভাবে আগামীতে আল্লাহ যতদিন হায়াত দান করেন ততদিনে একসাথে একহয়ে দেশের জন্য কাজ করে যেতে পারি।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা আবুল হাশেম, জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ কুতুবউদ্দিন আহমেদ, আহবায়ক জেলা বিএনপি, কুষ্টিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি, মোঃ আজমত আলী খান মনি সাধারণ সম্পাদক জাতীয় পার্টি কাজী জাফর সহ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
Leave a Reply