কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বাগুলাট ইউনিয়ন বিএনপি সার্চ কমিটি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ওই কমিটির ত্যাগী নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন সার্চ কমিটিতে অনুপ্রবেশকারীদের একটি পক্ষ বিএনপির ত্যাগী নেতাকর্মীদের দল থেকে দূরে রাখতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। শুক্রবার (৭ মার্চ) সকাল দশটায় উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাগুলাট ইউনিয়ন শাখা ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সার্চ কমিটির সদস্য বাগুলাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.ইব্রাহিম শামীম বলেন, যে-সব নেতাকর্মীরা বিএনপির রাজনৈতিক ব্যানারের পথযাত্রায় দলের অবদান রাখতে যারা অংশ নিয়েছেন তাদেরকেই সার্চ কমিটিতে রেখে একটি সুন্দর গতিশীল রাজনীতি ফিরিয়ে আনতে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে সার্চ কমিটি করার দাবি জানান তিনি।
সাবেক সিনিয়র সহ-সভাপতি পিয়ার আলী বলেন, দশ সদস্যের সার্চ কমিটির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা এই কমিটিতে অংশ নিয়েছেন। তারা মুলত আওয়ামী লীগকে পুনর্বাসন করতেই বিএনপি নেতারা স্বজনপ্রীতি করেছে বলে অভিযোগ করেন তিনি।
দলের ত্যাগী নেতাকর্মীদের সার্চ কমিটিতে অন্তভূক্ত করে ইউনিয়ন বিএনপির রাজনীতি গতিশীল করার লক্ষে জেলা বিএনপির সদস্য সচিব ও আহবায়কের কাছে জোর দাবি জানান সংবাদ সম্মেলনে বক্তারা।
এ সময় উপ¯ি’ত ছিলেন, সার্চ কমিটির সদস্য ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো.ইব্রাহিম শামিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি পিয়ার আলী, সাংগঠনিক সম্পাদক প্রিন্স, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক উসমান গনি, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম খান-১ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মজিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply