কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে। বুধবার (৫ মার্চ) রাতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন কোদালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভেড়ামারা থানার কোদালিয়া গ্রামের মৃত মল্লিক চাঁদের ছেলে মো. ইব্রাহিম হোসেন (৪৭) এবং ঢাকার মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকার মৃত নেয়ামত উল্লাহর ছেলে রহমত উল্লাহ (৪৫)। কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ মোরাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. ইস্রাফিল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালিত হয়। ওসি মোরাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply