কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বাংলা মদ। অনুমোদনপ্রাপ্ত দেশীয় এই বাংলা মদের দোকান ছাড়াও শহরের প্রায় সাতটি স্থানসহ একাধিক স্থানে মাদক ব্যবসায়ীরা মদ বিক্রি করছেন। এতে এলাকার নানা শ্রেণির মানুষ ও তরুণেরা মাদকাসক্ত হয়ে পড়ছেন। অথচ পুলিশ প্রকাশ্যে মদ বিক্রি বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রতিনিয়ত এই বাংলা মদের দোকানে ভিড় জমে নানা বয়সী ক্রেতাদের।

সরেজমিনে দেখা যায়, কুমারখালী পৌরসভার গরুর হাট পাড়ায় সরকারি অনুমোদনপ্রাপ্ত দেশীয় বাংলা মদের দোকান রয়েছে। সকাল নয়টা থেকে দুপুর দুটো পযন্ত রোজার সময় খোলা থাকার কথা থাকলেও কালোবাজারি করে বেশি দামে মদ বিক্রি করার অভিযোগ ও রয়েছে তাদের বিরুদ্ধে। শুধু এখান থেকে সুইপার ও কার্ডধারী মাদকসেবীরা মদ কিনতে পারবে বলে নিয়ম থাকলেও কিশোর থেকে শুরু করে সব শ্রেণির মানুষ এখান থেকে মদ কিনছে বিনা বাধায়। এমনকি এখানকার মদ এখানেই খেয়ে শেষ করার শর্ত থাকলেও অধিকাংশ মদই চলে যাচ্ছে শহরের বিভিন্ন এলাকায়। এদের মধ্যে আবার অনেকে একাধিকবার মদ কিনে কোমল পানীয়র বোতল ভর্তি করে অন্যত্র নিয়ে গিয়ে বিক্রি করছে।
এ ভাবে শহরের প্রায় সাতটি স্থানে চলছে বাংলা মদের জমজমাট বিক্রি ও সেবন। এর মধ্যে সুইপার কলোনি, রেলপাড়া, বাংলা মদের দোকানের পাশে বেশ কয়েকটি চা-বিড়ির দোকানে কালোবাজারি করে কোমল পানীয় সাথে সিন্ডিকেট করে বাংলা মদ বিক্রি করে।
নাম প্রকাশ না করার শর্তে শহরের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, বাংলা মদের দোকানের ম্যানেজার পুলকের সহযোগিতায় শহরের বিভিন্ন স্থানে বাংলা মদ বিক্রি করছেন।
এই বিষয়ে বাংলা মদের দোকানের ব্যবস্থাপক পুলক বলেন, কার্ড অনুযায়ী বিক্রি করলে আমাদের তেমন পোষায় না এজন্যই আমরা কার্ড বিহীন ভাবে ভাবে বিক্রি করি।
কুমারখালী বাংলা মদের ডিলার সুজিত সিংহ রায় বলেন,এতো কথা বলার সময় নাই।
এ বিষয়ে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.আবুল কালাম আজাদ জানান, খুব দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা।
কুমারখালী উপজেলা নির্বাহী৷ কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, এর আগেও বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগিরই প্রতিকার দেখতে পাবেন।
Leave a Reply