.
ঢাকা অফিস ॥ রংপুরের পীরগাছায় হেযবুত তওহীদের ওপর পরিকল্পিত হামলার প্রতিবাদে আজ বুধবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ ঢাকা মহানগর শাখার আয়োজনে এই কর্মসূচিতে সংগঠনের হাজার হাজার নারী ও পুরুষ অংশ নেন।

হেযবুত তওহীদের ঢাকা মহানগর সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের তথ্য সম্পাদক এস এম শামসুল হুদা, নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি আরিফ উদ্দিন, নারী সংগঠক আয়েশা সিদ্দিকা, তাসলিমা ইসলামসহ আরও অনেকে। বক্তারা বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রংপুরের পীরগাছা থানার অন্তর্গত ছিদামহাট গ্রামে হেযবুত তওহীদের সদস্যদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। সংগঠনের রংপুর বিভাগীয় নবনিযুক্ত সভাপতি আব্দুল কুদ্দুস শামীম নিজ বাড়িতে একটি ভোজসভার আয়োজন করলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের ইন্ধনে উগ্রবাদী গোষ্ঠী এর বিরোধিতা শুরু করে। ঘটনার দিন সকালে ‘মুসলিম তওহীদী জনতা’ ব্যানারে পাঁচশতাধিক উগ্রবাদী একটি জঙ্গি মিছিল নিয়ে ছিদামহাট গ্রামে প্রবেশ করে এবং আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে হামলা চালায়। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা পাঁচটি বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তারা ২৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং হামলায় ২০ জন আহত হন, যাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। হামলায় ১ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা বলেন, হামলার পর উল্টো হেযবুত তওহীদের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অন্যদিকে, আক্রান্ত আব্দুল কুদ্দুস শামীম হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। উপরন্তু, হামলাকারীদের অব্যাহত হুমকির কারণে গ্রামের ৪০টি পরিবার ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে। বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ ও নিরাপদ পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি, হামলায় জড়িতদেও দ্রুত গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, হেযবুত তওহীদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন, যা বিগত এক দশকে ধর্মব্যবসা, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও অপরাজনীতির বিরুদ্ধে দুই লক্ষাধিক সভা-সমাবেশ করেছে। সংগঠনের ৩০ বছরের ইতিহাসে কখনো কোনো বিশৃঙ্খল ঘটনা বা আইনভঙ্গের নজির নেই।
Leave a Reply