কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে ১২০টি অস্বচ্ছল রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪মার্চ) দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বেশিরভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় স্বপ্ন চারা ফাউন্ডেশনের উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের পূর্বে বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্বপ্ন চারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা জাকির হোসেন, ধর্ম বিষয়ক উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক উপদেষ্টা ও স্থানীয় মালিহাদ ইউনিয়ন পরিষদের সচিব শাহাবুদ্দিন সাবু, শিক্ষা বিষয়ক পরিচালক মমিতুল ইসলাম মমিন, সমাজকল্যাণ বিষয়ক পরিচালক মহনুজ্জামান মোহন, সেক্রেটারি সালমান চৌধুরী প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রায় পাঁচটি গ্রামের ১২০ জন অস্বচ্ছল রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসব ইফতার সামগ্রির মধ্যে ১ কেজি খেজুর, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সেমাই, পাঁচ কেজি আলু, এক প্যাকেট লবণ, ১কেজি মুড়ি এবং ২ কেজি আটা দেয়া হয়। প্রত্যেক পরিবারকে প্রায় ১ হাজার টাকার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের রামনগর, বেশিনগর ও নওদা কুর্শা এই তিনটি গ্রাম নিয়ে স্বপ্নচারা ফাউন্ডেশন নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে ওঠে। ২০১৪ সাল থেকে এই সংগঠনটি নিজেদের এবং প্রবাসীদের অর্থায়নে নিজ এলাকায় বিভিন্ন সেবামূলক কাজ করে থাকেন। এবার প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার ইফতার সামগ্রী বিতরণ করলো এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
Leave a Reply