ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে মারধরের পর পুলিশে দেওয়া হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। পরে শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে তাঁদের ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সোপর্দ করা হয়। মারধরের শিকার মাজাহারুল ইসলাম ওরফে নাঈম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপআপ্যায়ন বিষয়ক সম্পাদক। অন্যজন মারুফ আহমেদ ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা দুজন সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টায় তাঁদের চতুর্থ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়। তাঁরা বিভাগকে না জানিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের ক্যাম্পাসে আসার খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা বিভাগের সামনে জড়ো হয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে থাকেন। এতে পরীক্ষাস্থলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরে তাঁদের পরীক্ষা হল থেকে বের করে বিভাগের শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতিতে থানায় সোপর্দ করা হয়। কক্ষে ও কক্ষের বাইরে নেওয়ার সময় তাঁদের কয়েকজন মারধর করেন বলে অভিযোগ ওঠে। সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা বলেন, ‘তারা দুজন পরীক্ষা দিতে আসছিল। আমরা পূর্বে অবগত ছিলাম না। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আর যারা এসব দোসরদের প্রশ্রয় দেবে, তাদেরও প্রতিহত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহিনুজ্জামান বলেন, ‘ওখানে একটা মব তৈরি হয়েছিল। বিভাগের শিক্ষকেরা প্রক্টরিয়াল বডির সহযোগিতায় দুজনকে পুলিশে সোপর্দ করেছেন। মামলা আছে কি না জানা নেই।’
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বেলা দুইটার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজনকে থানায় নেওয়া হয়। আগের মামলায় অজ্ঞাতনামা আসামিদের তালিকায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল (সোমবার) সকালে তাঁদের আদালতে নেওয়া হবে।
প্রথম পাতায় ২ কলামে
মিরপুরে জাতীয় ভোটার দিবস পালিত
মিরপুর প্রতিনিধি ॥ ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় উপজেলা নির্বাচন অফিসের সার্বিক ব্যব¯’াপনায় রোববার সকাল ১১ টার সময় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোটারদের অধিকার ও দায়িত্ব নিয়ে কথা বলেন, উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা। এসময় তিনি বলেন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এই মননশীলতার মধ্য দিয়ে একজন যোগ্য ও সৎ ব্যক্তিকে ভোট প্রদানের মাধ্যমে জাতি ও মানুষের কল্যাণের দায়িত্ব অর্পণ করায় ভোটারদের অধিকার ও দায়িত্ব। একজনকে ভোটার হতে হলে তার বয়স ১৮ বছর হতে হবে, জন্ম নিবন্ধন করতে হবে তারপরে সে ভোটার হতে পারবে। ভোটার হওয়ার সময় তার নাম, পিতার নাম, মাতার নাম সঠিক আছে কিনা এগুলো যাচাই করে দেখে তারপরেই ভোটার হওয়া উচিত।
উপজেলা নির্বাচন অফিসার নাসিম আহমেদ বলেন, এটি সারাদেশেই জাতীয় দিবস হিসেবে পালিত হয় তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই আমাদের উপজেলাতে দিবসটি পালন করা হ”েছ। এসময় উপ¯ি’ত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল আল মামুন, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। তবে পরের বছর ২০১৯ সাল থেকে এই ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।
সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, উপজেলাতে ভোটার সংখ্যা তিন লক্ষ। তবে নতুন ভোটার হওয়ার জন্য ১৪ হাজার ৫০০ জন ফর্ম নিয়েছে এবং মৃত ভোটার সংখ্যা ৫ হাজার ৫০০ জনের তথ্য রয়েছে বলে নির্বাচন অফিসার জানিয়েছে।
Leave a Reply