কাগজ প্রতিবেদক ॥ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন কুষ্টিয়ার ব্যবসায়ীরা। এনিয়ে ক্ষোভ রয়েছে জেলার ব্যবসায়ীদের মধ্যে। তবে চার বছর পর এবার ভোট দিতে পেরে উৎফুল্ল জেলার ব্যবসায়ী সমাজ। ব্যবসায়ী সমাজের বৃহৎ এই প্রতিষ্ঠানে যারা ভোটের অধিকার নিশ্চিত করতে পারবে, তাদেরকে নেতৃত্বে আনতে মরিয়া ব্যবসায়ীরা। ভোটের অধিকার নিশ্চিত করতে বি গ্রুপের স্বতন্ত্র চার প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন কুষ্টিয়ার সর্বস্তরের ব্যবসায়ীরা। তাদের পক্ষে শুরু হয়েছে গণজোয়ার। বিশেষ করে এস.এম কাদেরী শাকিল, মুক্তারুজ্জামান মুরাদ, কামাল আহমেদ করিম ও আবু মনি জুবায়েদ রিপন এই চার প্রার্থীর সাথে মাঠে নেমে গণসংযোগ করছেন ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে দিনব্যাপী শহরের এনএস রোড থেকে বড় ষ্টেশন পর্যন্ত প্রায় শতাধিক ব্যবসায়ী প্রচারণা চালান। সর্বস্তরের ব্যবসায়ী সমর্থিত প্রার্থী এস.এম কাদেরী শাকিল, মুক্তারুজ্জামান মুরাদ, কামাল আহমেদ করিম ও আবু মনি জুবায়েদ রিপন সকাল সাড়ে ১০টায় শহরের সিঙ্গার মোড় থেকে গণসংযোগ শুরু করেন। কিছুক্ষণের মধ্যে তাঁদের সাথে প্রচারণায় প্রায় শতাধিক ব্যবসায়ী যোগ দেন। এসময় প্রার্থীরা এন এস রোড, বড় বাজার ও কবি আজিজুর রহমান সড়কের ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে তাঁদের আশ্বস্ত করেন, নির্বাচিত হলে আগামীতে ব্যবসায়ীদের ভোটের অধিকার নিশ্চিত করবেন। ‘বি’ গ্রুপে ভোটার ৭৩৫ জন। ৬টি পদে পরিচালক নির্বাচনের জন্য প্রার্থী হয়েছেন ১০জন। নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা হলেন এস.এম কাদেরী শাকিল, মুক্তারুজ্জামান মুরাদ, কামাল আহমেদ করিম, আবু জুবায়েদ রিপন, শাকিল আহমেদ জালাল, মোঃ রফিকুল ইসলাম, মতিয়ার রহমান, রুহুল আমীন, মাহবুবুর রহমান টিপু ও হারুন অর রশিদ।
Leave a Reply