দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে চিলমারীর চরে বন্যার পানিতে ডুবে জিহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার চিলমারী ইউনিয়নের উত্তর খারিজারথাক এলাকায় পানিতে ভাষমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু একই এলাকার আনুর আলীর ছেলে। চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, উত্তর খারিজারথাক এলাকার আনুর আলীর ছেলে জিহাদ রবিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এবারের বন্যায় চিলমারী ইউনিয়নের ২০টি গ্রামই পানিবন্দি হয়ে পড়ায় বন্যার পানিতে ডুবে শিশু জিহাদসহ ৩জন শিশুর মৃত্যু হলো। এরআগে গত ১৮ আগষ্ট একই ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে বন্যার পানিতে ডুবে সিয়াম ও ঝুমা আক্তার নামে দুই শিশু মৃত্যু হয়।
Leave a Reply