কাগজ প্রতিবেদক ॥ জাতীয় শোক দিবস ও জগতি রেলবাজার বনিক সমিতির পরিচিতি সভা উপলক্ষ্যে গতকাল সন্ধায় জগতি রেলবাজারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
সমিতির নব-নির্বাচিত সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সেই ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের নির্ভিত পল্লী গ্রামের একজন ছোট্র মানুষ কিভাবে বাঙ্গালী জাতির মুক্তির কথা ভেবেছিলেন। যেখানে বিদ্যুত নেই, যোগাযোগ নেই, উন্নত কোন শিক্ষা প্রতিষ্ঠানও সেখানে তখন গড়ে উঠেনি। সেই জায়গা থেকে বঙ্গবন্ধু স্কুল জীবন থেকে একটি স্বাধীন সার্বভৌম দেশ ও একটি জাতির মুক্তির কথা ভেবে নিজেকে সে ভাবে গড়ে তুলেছিলেন। তারাই ধারাবাহিকতায় তিনি ৫২’র ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট, ৬৬’র ছয়দাফা, ৬৯’র গণঅভুত্থ্যান, ৭১’র মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। আতাউর রহমান আতা বলেন, আজকে আমারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। উন্নত দেশের তালিকায় বাংলাদেশ যুক্ত হচ্ছে। এ সবই বঙ্গবন্ধুর জন্য সম্ভব হয়েছে। তাই বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো বাংলাদেশের জন্ম হতো না। মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে পাকিস্তানী শাসক গোষ্টি এ দেশীয় মুনাফেকদের মাধ্যমে ৭৫’র ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে তাঁর শিশু পুত্র রাসেলসহ ১৭ জনকে নির্মম ভাবে হত্যা করে আবার পাকিস্তানী শাসন কায়েম করতে চেয়েছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেদিন বেঁচে যাওয়ায় শত্রুদের সে প্রচেষ্টা সফল হয়নি। ৯৬’ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে বঙ্গবন্ধু হত্যাসহ সকল যুদ্ধাপরাধীদের বিচার শুরু এবং ডিজিটাল বাংলাদেশের রুপ নিলে জিয়া গংরা জননেত্রীকে বিভিন্ন ভাবে হত্যার পরিকল্পনা করে। অবশেষে ২০০৪ সালে ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসীবিরোধী সমাবেশে মানব প্রাচীর ভেদ করে জননেত্রীকে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা চালায় তাতেও তারা সফল হয়নি। তিনি বলেন, আজকে প্রশ্ন উঠেছে ওই চন্দ্রিমা উদ্যানে যেখানে জিয়ার কবর বলা হয়, নেত্রী বলেছেন, ওই কবরে কি জিয়ার দেহবাশেষ পাওয়া যাবে। মৃত্ব্যর সময় তার সন্তান তারেক জিয়া, স্ত্রী খালেদা জিয়া, জিয়ার মুখ দেখতে চেয়েছিল এর কোন প্রমাণও দেখাতে পারবে না। এখানেই স্পষ্ট যে ওই কবরে জিয়া আদৌও আছে কিনা। বাজার কমিটির বিভিন্ন দাবী দাওয়ার প্রেক্ষিতে তিনি বলেন, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করে আপনাদের এলাকায় যে সকল সমস্যার কথা বলছেন তা পুরণে উদ্যোগ গ্রহন করা হবে। পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়ালিউল্লাহ, আওয়ামীলীগ নেতা ও কুষ্টিয়ার কাগজ’র সম্পাদক নুর আলম দুলাল, আওয়ামীলীগ নেতা এমদাদুল হক, ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবলু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিন, ছাত্রলীগ নেতা সর্দ্দার পাভেল, যুবলীগ নেতা জহুরুল ইসলাম, লিটন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জগতি রেল বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহবুল হক ও উপদেষ্টা, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইন্তাজুল হক। আলোচনা সভা শেষে ১৫ ই আগষ্ট সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে খাদ্য বিতরণ করা হয়। শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিদের সামনে জগতি রেল বাজার বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি শামীম হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুবল হকসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।
Leave a Reply