কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে হাজার বছরের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার বিকেলে ফকিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান ফড়িং এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপির চেয়ারম্যান সফর উদ্দিন। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্করের পরিচালনায় ও আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমিন উদ্দিন মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক কাবিল হোসেন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সানি, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন খান, আ.লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, ইব্রাহিম খান মেম্বর, ইরাদ আলী মেম্বর, মালেক প্রাঃ, নাসির উদ্দিন, যুবলীগ নেতা ইয়াছির আরাফাত, রিপন, পলাশ সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মাহফুজুর রহমান উজ্জল । অনুষ্ঠান শেষে এলাকার দুস্থ্য-গরীব-অসহায়সহ উপস্থিত মেহমানদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Leave a Reply