কাগজ প্রতিবেদক ॥ করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করা কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে ব্যক্তিগত উদ্যোগে করোনা প্রতিরোধ সামগ্রী প্রদান করেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক, কুষ্টিয়া জেলা ইউনিটের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল লতিফ। রবিবার সকালে তিনি কুষ্টিয়া সদর উপজেলা পরিষদে উপস্থিত হয়ে আতাউর রহমান আতার নিকট বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের লোগো সংবলিত মাস্কসমূহ হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য করোনা ভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকেই কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা সম্মুখযোদ্ধা হিসেবে করোনা প্রতিরোধে কাজ করে চলেছেন। এ বিষয়ে জানতে চাইলে আব্দুল লতিফ বলেন, বৈশ্বিক এ করোনাভাইরাস দুর্যোগ মোকাবিলায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা তার কর্মীবাহিনী নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সচেতন করছেন তথা করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমি ব্যক্তি উদ্যোগে করোনা প্রতিরোধ সামগ্রী প্রদান করতে পেরে আমি খুশি।
Leave a Reply