কুষ্টিয়া ভেড়ামারা লালন শাহ ব্রীজের নিচে হামলা, গুলি, এসকেভেটরে আগুণ
শুনেছি ঘটনাটা তবে কারা ঘটিয়েছে জানি না ঃ এ্যাডঃ তৌহিদুল আলম
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ভেড়ামারা বারমাইলে পদ্মা নদীতে বালি উত্তোলন কে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। জেলার রাজশ^ শাখা থেকে ভেড়ামারায় কোন বালিমহাল ইজারা গ্রহনের খবর না থাকলেও প্রতিদিন বার মাইল পদ্মা ও লালন শাহ সেতুর নিচ থেকে হাজার হাজার টাকা বালি উত্তোলন হচ্ছে অবৈধ ভাবে। আর এ অবৈধ বালি উত্তোলনকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই ঘটছে হামলা, অগ্নিসংযোগের ঘটনা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে লালন শাহ ব্রীজের নিচে বালির ঘাটে কাঁকন বাহিনীর লোকজন এসে বেপোয়া গুলি বর্ষণ করতে থাকে। এ সময় বালির ঘাট এলাকায় মানুষ আতংকিত হয়ে দিক-বিদিক ছোটাছুটি শুরু করে। পরে নদীর মধ্যে রাখা বালা সরানো একটি এসকেভটেরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। জেলার গোয়েন্দা সংস্থার ওই রাতে খবর আসে ভেড়ামারা লালন শাহ ব্রীজের নিচে বালির ঘাটে হামলার ঘটনা ঘটেছে এবং একটি এসকেভেটরে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে বিষয়টি ভেড়ামারা থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে ফোর্স প্রেরণ করেন। এ ব্যাপারে জেলা বিএনপি নেতা ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম মালিথার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি। তবে কারা কিভাবে এ ঘটনা ঘটিয়েছে। তা জানিও না দেখিও নাই। এদিকে একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে,ভেড়ামারা পদ্মায় বালু উত্তোলনের ঘাটগুলোতে সম্পুর্ণ আধিপত্য নিতে দুটি পক্ষের দীর্ঘদিন থেকে পাল্টাপাল্টি হামলা চলে আসছে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। অপরদিকে প্রতিদিন রাতে কাঁকন বাহিনী নামে একটি বাহিনী ওই এলাকায় পদ্মায় ট্রলারযোগে স্বশস্ত্র অবস্থায় টহল দেয় এবং যারাই বালি উত্তোলন করে তাদের কাছ থেকে চাঁদা আদায় করে না দিলে তার উপর চালানো হয় হামলা ও অগ্নিসংযোগ।
Leave a Reply