পশ্চিম মজমপুর আলফামোড়ে পৌরসভার নক্সা না মেনে বহুতল ভবন নির্মাণ কাজ চলছে!
পৌর প্রশাসকের কাছে অভিযোগ দায়ের
কাগজ প্রতিবেদক ॥ পৌরসভার অনুমোদিত নক্সা না মেনে আবার প্রতিবেশীর জমি অবৈধ ভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করে চলেছেন এক প্রবাসী। এমন অভিযোগ জানা গেছে, কুষ্টিয়া শহরের পশ্চিম মজমপুর আলফামোড় এলাকার প্রবাসী সাইদুল ইসলামের বিরুদ্ধে। পৌর প্রশাসক অভিযোগ পেয়ে পৌরসভার দায়িত্বরত ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার এসে নির্ধারিত নক্সা অনুযায়ী কাজ করার তাগিদ দেয়া হলেও তিনি ‘প্যাট্রো ডলারের’ দাম্ভিকতায় তা যেন থোড়ায় কেয়ার করেননি। বরং বহাল তবিয়তে প্রায় শতাধিক রাজমিস্ত্রি লাগিয়ে দিন-রাত সমান করে কাজ চলেছেন তড়িঘড়ি করে।
পৌর বিধি অনুযায়ী, প্রতিপক্ষের সীমানা প্রাচীর থেকে কমপক্ষে ৩ ফুট এবং রাস্তার জন্য ৫ ফিট জায়গা রেখে বহুতল বাড়ী ও স্থাপনা নির্মাণ করতে হবে। এবং প্রতি তলার ডিজাইন, জমির চৌহদ্দি, আর এস, খতিয়ান, ট্যাক্স, টোকেনসহ আবেদন জমা দিলে পৌর কর্তৃপক্ষ প্রকৌশল (পুর্ত) শাখার তত্বাবধানে একটি নক্সা প্রদান করেন। তার বাইরে কোন ভাবেই ভবন নির্মাণ না করার বিধি-নিষেধও আরোপ করা হয় আবেদিত প্রার্থীকে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, প্রতিবেশী আমিনুর রহমান ওরফে চাঁদ পিতাঃ আতিয়ার রহমান সাং পশ্চিম মজমপুর মজমপুর মৌজায় আর এস খতিয়ান ৪৫৮/৩৫/১ দাগ নং ৩৫৯৯ জমি ০.০৯৯৫ পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে গত দুই দুই যুগ ধরে ভোগদখল করে আসছেন। খোঁজ নিয়ে জানা যায়, প্রাপ্ত জমিতে তিনি সীমানা প্রাচীর, গাছ রোপন করে বর্তমানে ভোগ দখলে আছেন। অথচ প্রতিবেশী সাইদুল ইসলাম পিতাঃ রবিউল ইসলাম (অবসরপ্রাপ্ত ব্যাংকার) নতুন এসে এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণাধীন বাড়ীর নিচের দিকে কয়েকটি বিমের পাইলিং প্রতিবেশী আমিনুর রহমান চাঁদের দেয়াল ভেঙ্গে বেশ কিছু জমি দখল করে নেয়া হয়েছে। আবার দ্বিতীয় তলায় যেয়ে পৌর ডিজাইনের তোয়াক্কা না করে প্রতিবেশীর সীমানা দেয়ালের উপরের দিকে আরও কয়েকফুট সানসেট ঝুলিয়ে দেদারছে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এ সব দেখে গত ১৩ জানুয়ারী আমিনুর রহমান ওরফে চাঁদ পৌর প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন পৌরসভায়। পৌর সভার পুর্ত ও নক্সা শাখার দুই জন কর্মকর্তা সংশ্লিবাড়িতে কাজের দেখভাল করার ব্যক্তি ও শ্রমিকদের দখলকৃত জমি ছেড়ে দিয়ে পৌরসভার ডিজাইন মেনে কাজ করার তাগিদ প্রদান করে যান। কিন্তু এরপরও দুই মাস অতিবাহিত হলেও তাতে কোন কেয়ার না করে বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জমির মালিক আমিনুর রহমান পুনরায় পৌরকর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে অভিযোগকারী আমিনুর রহমান ওরফে চাদ জানান, বাড়ী নির্মাণের শুরু থেকে প্রতিবেশী সাইদুল ও তার লোকজনদের পৌরসভার ডিজাইন অনুযায়ী এবং তার সীমানা প্রাচীর থেকে বিধি অনুযায়ী জমি ছেড়ে কাজ করার জন্য অনুরোধ করেছেন কিন্তু কোন এক ক্ষমতার দাপটে সাইদুল ইসলাম কোন কিছুই তোয়াক্কা না করে বরং বাড়ী করে চলেছেন বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে তিনি পৌর প্রশাসকের কাছে তদন্তপুর্বক এর আইনগত সমাধান আশা করছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত সাইদুল ইসলামের যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply