ঢাকা অফিস ॥ জামায়াত নেতা মাওলানা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে তিন কোটি জামায়াত কর্মী সমর্থককে জেলে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে প্রস্তুতি নিতে বলেছেন দলের আমীর ডাক্তার শফিকুর রহমান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর এক গণজমায়েতে তিনি একথা বলেন।
ডাক্তার শফিকুর রহমান বলেন, আমীর বলেন, তাঁকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত জামায়াতের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষনেতাকে খুন করা হয়েছে। ফ্যাসিস্টরা চলে গেলেও ফ্ল্যাসিবাদের বোঝা রয়ে গেছে এটিএম আজহারের উপরে। কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে ধুকেধুকে জীবনের সাথে লড়াই করছেন এটিএম আজহার।
জনসভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া। সেক্রেটারি জেনারেল ফারুক হোসাইনের সঞ্চালনায় এ ছাড়াও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, কর্ম পরিষদের সদস্য রেজাউল করিম, মোবারক হোসেন প্রমুখ।
Leave a Reply