শহর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় শাতিমে রাসূল সোহেল হাসান গালিব, আল্লাহদ্রোহী নাস্তিক রাখাল রাহা ও ধর্ষক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের যথাযথ শাস্তির দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনের সড়কে এই জন সমাবেশ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সমাবেশ প্রতিবাদী জনসমাবেশে বক্তব্য রাখেন, আলেম প্রতিনিধি মুফতি ওয়াসিফ আরাফ, ছাত্র প্রতিনিধি ইউশা মুহাম্মাদ সামুন, আল খিদমাহ অর্গানাইজেশন কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মাদ হৃদয় হাসান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, এই ব্যানারে যাদের নাম রয়েছে, এরা কি করেছে আমরা অনেকেই জানিনা। কারণ জানবো কিভাবে ? আমাদের ধর্মীয় বিষয়গুলোকে সঠিক ভাবে প্রচারিত হয়না। আমাদের সামনে আনা হয়না, মিডিয়া এসব নিউজগুলো সঠিক ভাবে প্রচার করেনা। এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেই থেকে যায়। আগে আমাদের জঙ্গি বলে গালি দেয়া হত, এখন তৌহিদী জনতা বলে গালি দেয়া হয়। তারা বলেন, প্রায় শতভাগ মুসলমানের দেশে আমাদের নবীকে নিয়ে কটুক্তি করে এবং বাজে ভাষায় কবিতা লিখে নাস্তিকেরা। এই শতভাগ মুসলমানের দেশে যারা আমাদের নবীকে নিয়ে কটুক্তি করে, তারা এখনো কিভাবে বাংলার জমিনে থাকে? এদের শাস্তির জন্য আমাদের কেন মানববন্ধন দাঁড়াতে হয়? তারা আরো বলেন, আমাদের যদি সামর্থ্য থাকত আমাদের প্রিয় নবী প্রিয় রসূল মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি ও তাঁকে ব্যঙ্গ করে কবিতা লেখার অপরাধে ধারালো তরবারি দিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দিতাম। এই বিক্ষোভ ও প্রতিবাদী জনসমাবেশে শতাধিক মুসুল্লী ও তৌহিদী জনতা অংশ নেন।
Leave a Reply