শহর প্রতিনিধি ॥ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে মঙ্গলবার বিকেল তিনটায় চৌড়হাস মোড় থেকে র্যালিটি বের হয়ে পৌরসভার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য এ কে এম আলী মহসীন, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার, শহর আমীর এনামূল হকপ্রমূখ। সে সময় বক্তারা বলেন, অন্যায়ভাবে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আটক রাখা হয়েছে। কোন তথ্য প্রমান ছাড়াই জামায়তের এই শীর্ষ নেতাকে পরিকল্পিতভাবে সাজা প্রদান করে ফ্যাসিবাদী হাসিনা সরকার। অথচ গত ৫ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে একে একে সব মিথ্যা মামলার অবসান ঘটলেও, এখন পর্যন্ত মুক্তি পাননি নিরপরাধ এ টি এম আজহারুল ইসলাম। সেসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে এটিএম আযাহারুল ইসলামের দ্রুত মিথ্যা মামলা থেকে মুক্তি দাবি করেন। এসময় কুষ্টিয়া জেলার ৬ টি উপজেলার জামায়াত ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এ টি এম আজহার ফ্যাসিস্ট হাসিনার রোষানলে পড়ে ২০১২ সালের ২২ শে আগস্ট যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় আটক হন এবং ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
Leave a Reply