টিসিএ’র শোক
কাগজ প্রতিবেদক ॥ শরীরে কোন ক্যান্সার ছিল না, তারপরও ক্যান্সারের রোগী বানিয়ে ক্যামো দেয়া হয় দিনের পর দিন। অবশেষে চিকিৎসকের ভুল চিকিৎসায় দেশ টিভির ঢাকা অফিসের সাবেক চিত্র গ্রাহক বর্তমানে এস টিভি ইউএসও’র চিত্রগ্রাহক খন্দকার মঞ্জুরুল আলম মঞ্জু ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিহি ওয়াইন্নাল্লিহি রাজেউন) মৃত্ব্যকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। মৃত্ব্যকালে তিনি স্ত্রী ও দুই জমজ ছেলে, পিতা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া নিজ গ্রামের বাড়ীতে মৃত্ব্যবরণ করেন। বাদ এশা মরহুমের নামাজে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়। চিত্র গ্রাহক মঞ্জুর মৃত্ব্যতে টিসিএ (টেলিভিশন ক্যামেরাজার্ণালিষ্ট এসোসিয়েশন) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন। টিসিএ’র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আল মাসুম সবুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ টিভির সাবেক চিত্র গ্রাহক ও টিসিএ’র সম্মানিত সদস্য গতকাল ১৭ ফেব্রুয়ারী চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্ব্যবরণ করেছেন। বিবৃতিতে আরও উল্লেখ্য করা হয়, দায়িত্বে থাকা অবস্থায় হটাৎ অসুস্থ্য হয়ে কুষ্টিয়ার বাড়ীতে আসেন চিত্র গ্রাহক। এর পর কুষ্টিয়ায় বসেন রাজশাহীতে আসা চিকিৎসকের কাছে তাকে নেয়া হয়। ওই চিকিৎসক তার দেহে ক্যান্সার হয়েছে মর্মে পর পর ছয়টি কোমোথেরাপী দেন। তাতেও তার শারীরিক উন্নতি না হলে তাকে রাজধানী ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসকের স্বরণাপন্ন হলে অনেক পরীক্ষা-নিরিক্ষার পর চিকিৎসরা নিশ্চিত হন তার শরীরে কোন ক্যান্সার জীবানু ছিল না। সম্পুর্ণ চিকিৎসকের ভুল চিকিৎসার শিকার হয়েছেন। এবং শেষ পর্যন্ত ধুঁকে ধুঁকে গতকাল তার নিজ বাড়ীতে মৃত্ব্যবরণ করেছেন। নেতৃবৃন্দ এমন চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য সদালপী চিত্রগ্রাহক মঞ্জুর মৃত্যতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সদর উপজেলার আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়ার খন্দকার আবু জাফরের পুত্র খন্দকার মঞ্জুরুল আলম মঞ্জু ছিলেন একজন প্রতিভাময়ী ব্যক্তি তাঁর মৃত্ব্যতে কুষ্টিয়ার সকল সাংবাদিক সংগঠন শোক জানিয়েছেন।
Leave a Reply