আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আবুরী এলাকায় অবস্থিত পুরাতন জামে মসজিদ পূর্ণ নির্মাণের কাজ চলছে। নির্মানাধীন নতুন মসজিদটির নাম নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এলাকাবাসীরা মসজিদটির পূর্ব নাম “আবুরী মিয়াপাড়া জামে মসজিদ” ই রাখার দাবি জানায়। এলাকাবাসীর সিদ্ধান্তে মসজিদটির নামকরণ করা হয় “আবুরী মিয়াপাড়া জামে মসজিদ” নামে। কিন্তু রাতের আধারে দূর্বৃত্তরা মসজিদটির সামনে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। এতে এলাকায় সাধারন মানুষের মাঝে ভয় কাজ করছে। মসজিদ নিয়ে দ্বন্দ্বের কারণে যে কোন সময় এলাকায় অপৃতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংঙ্কা করছে স্থানীয়রা। এলাকাবাসি সুত্রে জানা যায়, আবুরী এলাকার দানশীল মিয়া পরিবারের পক্ষ থেকে মসজিদটি জমি দান করা হয়। সে সময় দানকৃত জমির উপরে নির্মান করা হয় আবুরী মিয়া পাড়া জামে মসজিদ। যা প্রায় দুইশো বছরের পুরাতন। নতুন করে মসজিদটি পূর্ননির্মান করা হয়। মসজিদ কমিটির আলোচনা সাপক্ষে এলাকাবাসী মসজিদটির নাম পূর্বের নামেই রাখে। কিন্তু রাতের আধারে দূর্বৃত্তরা মসজিদটির সামনে একটি সাইনবোর্ড দিয়ে নাম পরিবর্তন করার চেষ্টা করছে। সাইনবোডে মিয়া পাড়া নাম বাদ দিয়ে আবুরী জামে মসজিদ লিখে রেখেছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই নিয়ে এলাকায় সহিংস পরিস্থিতি বিরাজ করছে। মসজিদ কমিটির সভাপতি সোহেল চৌধুরী জানান, আমাদের পূর্ব পুরুষেরা এই মসজিদটি আবুরী মিয়াপাড়া জামে মসজিদ নামে নামকরণ করেছিলো। আমরাও এলাকাবাসী এই নামে নামকরণ করতে চাই। এ জন্য বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের কাছে আমরা চিঠি দিয়ে ছিলাম। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনও “আবুরী মিয়াপাড়া জামে মসজিদ” নামে নামকরণ রাখার জন্য চিঠি দিয়েছিলো। কিন্তু এলাকার কিছু লোক এই মসজিদটির নাম পরিবর্তনের চেষ্টা করছে। যা এলাকার মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুটি কয়েক লোক এ মসজিদের নাম নিয়ে অযাথা রাতের আধারে জোর পূর্বক সাইনবোর্ড লাগিয়েছে। আমরা জেলা ও উপজেলা প্রশাসনের নিকট বিষয়টি সুরাহার জন্য দাবী জানায়। যাতে আমরা শান্তিপ্রিয় মুসল্লিরা অবাধে মসজিদটিতে নামাজ আদায় করতে পারি।
Leave a Reply