কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ‘ ডেভিল হান্ট’ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (১৬ ফেব্র“য়ারি) রাতে কুমারখালী পৌর বাস টার্মিনাল ও উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সোমবার (১৭ ফেব্র“য়ারি) দুপুর পৌণে ১২ টার দিকে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এ নিয়ে গত ৯ ফেব্র“য়ারি থেকে আজ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চাঁদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রিংকু। তিনি ওই ইউনিয়নের মিরপুর গ্রামের মশিউর রহমানের ছেলে। অপরজনের নাম নীল চাঁদ। তিনি চাপড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোশারফ শাহের ছেলে ও আওয়ামী লীগের সমর্থক। থানা সুত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতে ‘ ডেভিল হান্ট) অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে গত ৯ ফেব্র“য়ারি পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মবিন হাসান প্রান্ত ও উপদপ্তর সম্পাদক মেজবাপহক হৃদয়। ১১ ফেব্র“য়ারি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিমুল শেখ ও বাগুলাট ইউনিয়ন শ্রমীক লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেন্টু । ১৩ ফেব্র“য়ারি চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক তোফাজ্জেল শেখ ও জগন্নাথপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি সাইদ্রুল ওরফে শহিদ। ১৪ ফেব্র“য়ারি কয়া ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক রমেজ খান ও আমিরুল ইসলাম। গত শনিবার শিলাইদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ও ইউপি সদস্য কালু মিয়া। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সোলায়মান শেখ। তিনি বলেন, গত ৯ ফেব্র“য়ারি থেকে আজ পর্যন্ত ‘ ডেভিল হান্ট’ অভিযানে ১১ জন আওয়ামীগের নেতাকর্মীদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এলাকার শান্তি – শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply