দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ ট্রলির ধাক্কায় শাকিব হোসেন (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কৈপাল হিসনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিব উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামের আকবর মন্ডলের ছেলে এবং তারাগুনিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও ¯’ানীয় সূত্র জানায়, বাবাকে খাবার দিয়ে স্কুলছাত্র শাকিব হোসেন সাইকেল চালিয়ে তারাগুনিয়া বাজারের দিকে যা”িছল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুগামী স্যালো ইঞ্জিন চালিত ইটভর্তি একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ¯’ানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাকিবকে মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনার বিষয় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, দুর্ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রলিটিকে জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
Leave a Reply