1. nannunews7@gmail.com : admin :
April 24, 2025, 10:42 pm

ইবি পাঠকবন্ধুর আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মশালা ও নবীনবরণ

  • প্রকাশিত সময় Sunday, February 16, 2025
  • 26 বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পাঠকবন্ধুর আয়োজনে ‘কৃত্তিম বুদ্ধিমত্তা: সুযোগ–সুবিধা ও হুমকি’ বিষয়ক কর্মশালা ও নবীনবরণ আয়োজিত হয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে কর্মশালাটি আয়োজিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইআইইআরের পরিচালক ড. মো. ইকবাল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. জুবায়ের রহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মো. মিনহাজুর রহমান মাহিম ও রাইসা আমিন লস্কর। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পাঠকবন্ধু সংগঠন আদর্শ নাগরিক তৈরির কারিগরের কাজের প্লাটফর্ম। আমরা সবসময় জ্ঞানমূলক চর্চায় বিশ্বাসী।’ আলোচক মো. জুবায়ের রহমান বলেন, ‘বর্তমান সময়ে প্রযুক্তিতে মানুষ অনেক এগিয়ে যাচ্ছে। বিশেষ করে এআই প্রযুক্তি আসার ফলে। আপনাদের বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে অবশ্যই কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা অবশ্যক। তা না হলে চাকরির বাজারে নিজেদের টিকিয়ে রাখতে পারবেন না।’ অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ড. রহমান হাবিব বলেন, ‘আপনারা যারা লেখালেখি করতে চান বা লেখালেখি করছেন তারা সবাই অন্যদের থেকে আলাদা। কারণ, আপনারা লেখালেখির মাধ্যমে সমাজের বিষয় তুলে ধরতে পারছেন।’অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. ইকবাল হোসাইন বলেন, ‘পাঠকবন্ধু একটা বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গা। এখানে আপনারা লেখালেখির পাশাপাশি বিভিন্ন জ্ঞানমূলক চর্চা করতে পারবেন। মানুষ হিসেবে আমাদের জানতে হবে, পড়তে ও লিখতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640