ক্রীড়া প্রতিবেদক ॥ ৩৫৬ রানের বিশাল স্কোরের নিচে চাপা পড়ার পর এমনিতেই অর্ধেক মনোবল ভেঙে যাওয়ার কথা। ইংল্যান্ড ক্রিকেট দলের ক্ষেত্রে ভিন্ন কিছু ঘটেনি। বিশাল স্কোর তাড়া করতে নেমে ৩৪.২ ওভারে ২১৪ রান তুলতেই অলআউট হয়ে গেলো জস বাটলারের দল। ফলে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে স্বাগতিক ভারতের কাছে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারতে হলো ইংল্যান্ডকে। সে সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোতে হেরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হলো তাদের। এর আগে টি-টোয়েন্টি সিরিজও ভারত জিতেছিল ৪-১ ব্যবধানে। ৩৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শুরুতে অবশ্য ফিল সল্ট আর বেন ডাকেট মিলে দারুণ একটি জুটি গড়ে তোলেন। ৬০ রানের এই জুটি ভাঙার পরই অবশ্য আরও দু-তিনটি ছোট-বড় জুটি গড়ে উঠেছিলো। বেন ডাকেট প্রথম আউট হন ২২ বলে ৩৪ রান করে।
ফিল সল্ট আর টম ব্যান্টন ২০ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ৮০ রানের মাথায় আউট হন ফিল সল্ট ব্যক্তিগত ২৩ রানে। টম ব্যান্টন ৪১ বলে ৩৮ রান করে আউট হন। জো রুট আউট হন ২৪ রান করেন। হ্যারি ব্রুক ১৯ রান করে বিদায় নেন। শেষ দিকে গাস অ্যাটকিনসন ১৯ বলে ৩৮ রান করে ইংল্যান্ডের রান ২০০ পার হয়। শেষ পর্যন্ত ৩৪.২ ওভারে ২১৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন আর্শদিপ সিং, হার্সিত রানা, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া। ওয়াশিংটন সুন্দর ও কুলদিপ যাদব ১টি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩৫৬ রান করে ভারত। সেঞ্চুরি করেন শুভমান গিল। ১১২ রান করেন তিনি। ৭৮ রান করেন গ্রেয়াশ আয়ার। ৫২ রান করেন বিরাট কোহলি। ৪০ রান করেন লোকেশ রাহুল। আদিল রশিদ নেন ৪ উইকেট।
Leave a Reply