কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ার শাখার আয়োজনে গত শুক্রবার সকাল ৭ টায় কুষ্টিয়ার নিশান মোড় হাউজিং নিউ টাউন জামে মসজিদ গোলিতে ইউনিট সংগঠনের ওয়ার্ড এর মাসিক রিপোর্ট নিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। বক্তব্য রাখেন,জেলা জামায়াতের থানা ইউনিট সংগঠনের সভপতি মোঃ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ সামছুল জামান জুয়েল। ইউনিটের ধরন বিষয়ে আলোচনা করেন,তারয়াত মোঃ মোমিন,বেশি বেশি সমাজ কর্মিদের তৈরী করতে হবে অধ্যাপক মোঃ নুরুল আমিন বলেন। আলোচনা শেষে ইসলামীক গান পরিবেশন করেন,শাহাদত হোসেন।
Leave a Reply