দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুওে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র কওে সেচ পাম্পের বৈদ্যুতিক মটর চুরির অভিযোগ উঠেছে। বুধবর গভীর রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় সেচ পাম্পের মটর চুরির এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনা¯’ল থেকে একটি বোমার সদৃশ্য ব¯‘ উদ্ধার করেছে। পুলিশ ও বৈদ্যুতিক মটর মালিক সূত্রে জানাগেছে, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামের কামাল হোসেন (৪৫) ও মনোয়ার হোসেন রানা (৫২) দীর্ঘদিন ধওে এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা কওে আসছেন। কোন কারণ ছাড়াই হঠাৎ কওে মনোয়ার তাকে ব্যবসার পাটনার থেকে সওে যেতে বলেন। এ ঘটনা নিয়ে বুধবার সন্ধ্যার দিকে ¯’ানীয় বাজাওে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং মনোয়ার তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পওে গতকাল বৃহস্পতিবার সকালে কামাল হোসেনের পাম্প ড্রাইভার সেচ পাম্পের মটর ঘওে গিয়ে দেখেন দরজার তালা ভেঙে মটর চুরি হওয়ার ঘটনা। পাশে কালো টেপ দিয়ে মুড়ানো একটি বোমার সদৃশ্য ব¯‘ পড়ে থাকতে দেখে আঙ্কিত হয়ে পাম্প মালিক কামাল হোসেনকে খবর দেয়। কামাল হোসেন এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনা¯’লে গিয়ে দেখেন তার সেচ পাম্পের মটরটি নেই এবং পাসে একটি বোমার সদৃশ্য ব¯‘ পড়ে আছে। এ ঘঁনায় বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষ মনোয়ার হোসেন রানা (৫২), সাগর হোসেন (৩৪) ও আব্বাস আলী (৪০) সহ ৫/৬ জনকে অপ্সাত আসামি কওে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কামাল হোসেন। অভিযোগ পেয়ে দৌলতপুর থানা পুলিশ তৎক্ষনাত ঘটনা¯’ল পরিদর্শন করেন এবং ঘটনা¯’ল থেকে টেপ দিয়ে মুড়ানো একটি বোমার সদৃশ্য উদ্ধার করেন।
এ ঘঁনার বিষয়ে আড়িয়া ইউনিয়নের বিট অফিসার এস আই আশিক বলেন, আমি ঘটনা¯’ল পরিদর্শন করেছি, সেখানে একটি সেচ পাম্প চুরি হয়েছে ও একটি দিয়াশলাইয়ের বক্সে ছোট পটকা বোম রেখে টেপ দিয়ে জড়িয়ে ভয় দেখানোর জন্য ফেলে রেখে গেছে চোরচক্র। এ ঘঁনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
Leave a Reply