কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতির বিষয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ইউপি সদস্যদের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল। গ্রাম আদালতের সদর উপজেলা সমন্বয়কারী মোছাঃ মাজেদা খাতুন ও পলাশ বর্মণের পৃথক সঞ্চালনায় হাটশ হরিপুর, বটতৈল, জিয়ারুখীসহ ১৩টি ইউনিয়নের সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অংশগ্রহনে গ্রাম আদালতের ফৌজদারী, দেওয়ানী মামলা, মোকদ্দমার দায়ের পদ্ধতি, বিভিন্ন ফর্মের ব্যবহার, পরিমান, আইনগত কৌশল ইত্যাদি বিষয় নিয়ে দিন ব্যাপী মতবিনিময় করেন। এর পর সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, গ্রামের সাধারণ মানুষকে নিরাপত্তা, আইনী সহায়তা প্রদানের জন্য সরকার গ্রাম আদালত আইন করেছেন। এর সঠিক নিয়ম, ব্যবহার সাধারণ মানুষের মাঝে প্রচার করতে উপস্থিত সকলকে আহবান করেন।
Leave a Reply