মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি আজ দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারি) সকাল সাড়ে এগারোটা মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে নবনির্বাচিত ও বিদায়ী কমিটির যৌথ সভায় এই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস। সভার শুরুতে সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস নতুন ও বিদায়ী কমিটির সবাইকে অভিনন্দন জানান। এবং নবনির্বাচিত সভাপতি মারফত আফ্রিদীর কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। নবনির্বাচিত সভাপতি মারফত আফ্রিদী, দায়িত্ব গ্রহণের পর আধুনিক ও স্মার্ট প্রেস ক্লাব গঠনে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এবং বলেন, আগামীতে যাতে এই ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আপনাদের সুচিন্তিত পরামর্শ ও সহযোগিতা কামনা করি। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক নির্বাহী সদস্য হাজী আছাদুর রহমান বাবু পুনঃনবনির্বাচিত সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সহ সভাপতি জমির উদ্দিন,আব্দুস সালাম,যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল, সদস্য আশরাফুল আলম হিরা।
Leave a Reply