ঢাকা অফিস ॥ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সংস্কারের আগে নির্বাচন নয়, তবে সংস্কার করতে গিয়ে বেশি দেরি করা ঠিক হবে না। আমাদের মাথায় রাখতে হবে দেশের মানুষ এখন শান্তি চায়, তবে কোনো বিশৃঙ্খলা দেখতে চায় না। যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায়, তত ভালো। আমাদের ছাত্ররা জীবন দিয়ে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী মনোভাবের শকুনদের এ দেশ থেকে তাড়িয়েছে, তাদের বিচার করতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ নেই।
দেশে চাদাঁবাজি, দখলদারি, গুম ও খুন হতে থাকলে আমাদের ছেলেদের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে।’
ফেনীতে সারা দিনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে এসব কথা বলেন জামায়াত আমির।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফেনীতে জামায়াতের এক কর্মসূচিতে এ কথা বলেন তিনি। ফেনী শহরের সুলতানপুরে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মালম্বী মিতুল চন্দ্র দাসসহ তিন পরিবারকে জামায়াতের পক্ষ থেকে তৈরি করা বসতঘর উপহার দেন জামায়াতের আমির।
জামায়াতে আমির বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষতার সঙ্গে হবে। এ জন্য বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার কাজ করে যাচ্ছেন। তাদের একটু সময় দিতে হবে। সংস্কারব্যবস্থা সম্পন্ন করতে সময় লাগে।
জামায়াত নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার গঠনে বিশ্বাসী। সে জন্য জামায়াতের পক্ষে নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। আমরা নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে চাই।’
জুলাই আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ফেনীর মহিপালে আওয়ামী ফ্যাসিস্টদের গুলিতে নিহত ফেনী সরকারি কলেজের মেধাবী ছাত্র শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবনের কবর জিয়ারত করেন।
পশুরাম সফর শেষে দুপুরে ফেনী শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বৈষম্যবিরোধী আহত ছাত্রদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সারা দেশে চাদাঁবাজি চলছে ফেনীতে আছে কি? যদি থাকে তা হলে এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। চাদাঁবাজি ছেড়ে না দিলে শহীদের রক্তের সাথে বেঈমানী করা হবে। এজন্য শহীদরা রক্ত দেয়নি। তাদের প্রাণ উৎসর্গ করেছে একটি বৈষম্যমূলক সুন্দর দেশ তৈরি করার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন বলে জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় আহত ছাত্রদের মাঝে চিকিৎসার নগদ অর্থ প্রদান করা হয়।
Leave a Reply