1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 8:48 am

গ্র্যামির মঞ্চে ইতিহাস গড়লেন বিয়ন্সে

  • প্রকাশিত সময় Tuesday, February 4, 2025
  • 2 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥গ্র্যামির মঞ্চে ইতিহাস গড়লেন মার্কিন পপ তারকা বিয়ন্সে। সর্বোচ্চ ৩২ গ্র্যামি জয়ের রেকর্ড তাঁর দখলে আগে থেকেই ছিল। এবার আরো এক নতুন ইতিহাস গড়লেন তিনি। ৫০ বছর পর এই প্রথমবার কোনো কৃষাঙ্গ সংগীতশিল্পী গ্র্যামি জিতলেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে।
রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। বিশ্বখ্যাত তারকাদের দ্যুতিতে উজ্জ্বল হয়ে উঠেছে সংগীতদুনিয়ার অন্যতম সেরা অনুষ্ঠান। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। গতবছর মুক্তি পেয়েছিল বিয়ন্সের অ্যালবাম ‘কাউবয় কার্টার’। কান্ট্রি মিউজিকের এই অ্যালবামের জন্যই ১১টি গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। এবারের গ্র্যামিতে এতগুলি মনোনয়ন আর কেউ পাননি।
২০২৫ সালের গ্র্যামির মঞ্চে সেরা কান্ট্রি অ্যালবামের শিরোপা পেল বিয়ন্সের ‘কাউবয় কার্টার’। এই অ্যালবামে গানে গানে মূলত কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন বিয়ন্সে। সবচেয়ে বেশি গ্র্যামি পুরস্কার বিয়ন্সের দখলে থাকলেও আগে কখনোই অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পাননি তিনি। বিয়ন্সের হাতে গ্র্যামি তুলে দেন টেলর সুইফট।
অ্যাওয়ার্ড নিয়ে বিয়ন্সে বলেন, ‘আমি সবাইকে অনুপ্রেরণা জোগাতে চাই যেন নিজের প্যাশন নিয়েই যেন সকলে কাজ করেন।’ কেবল সেরা কান্ট্রি অ্যালবাম নয়, মাইলি সাইরাসের সঙ্গে জুটি বেঁধে বেস্ট কান্ট্রি ডুও/গ্রুপ পারফরম্যান্সের জন্যও গ্র্যামি জিতেছেন বিয়ন্সে। ‘আই মোস্ট ওয়ান্টেড’ পারফরম্যান্সের জন্য গ্র্যামি জিতেছেন দুই তারকা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640