কাগজ প্রতিবেদক ॥ জ্ঞান বিদ্যা ও সংগীতের দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আজ যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হলো কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন মন্দিরে। সনাতন ধর্মাবলম্বী পঞ্চমী তিথিতে পূজা ও অঞ্জলীর মধ্য দিয়ে পালন করলো শ্রী শ্রী সরস্বতী পূজা।বিভিন্ন অঞ্চলে বর্ণাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলায় খোকসা কালিবাড়ি সরস্বতী পূজা মন্দির, একতারপুর সরস্বতী মন্দির, শোমসপুর দাসপাড়া সরস্বতী পূজা মন্দির, খোদ্দসাধুয়া সার্বজনীন সরস্বতী পূজা মন্দির, মামুদানিপুর সার্বজনীন সরস্বতী পূজা মন্দির, উত্তর শ্যামপুর সার্বজনীন সরস্বতী পূজা মন্দির সহ বিভিন্ন মন্দিরে ভক্তরা পূজা অর্চনা মধ্য দিয়ে বিদ্যার দেবী সরস্বতী কে আরাধনা করেন।উত্তর শ্যামপুর সার্বজনীন সরস্বতী পূজা কমিটির সভাপতি সবুজ কুমার বিশ্বাস বলেন এবারের পঞ্চমী তিথি ও আবহাওয়া ভালো থাকায় মায়ের পূজা অর্চনা সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। ভক্তদের আগমনে মুখরিত হয়ে উঠেছিল মন্দিরাঙ্গন। খোকসা থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম বলেন সনাতন ধর্মালম্বীদের আরেকটি পূজা সরস্বতী পূজা জাঁকজমকপূর্ণ খোকসা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি মন্দিরে।
Leave a Reply