কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে একটি পান বিক্রেতার দোকান ভাঙচুর ও পান বিনষ্টের অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পান ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, দীর্ঘদিন যাবত তারাপুর মোড়ে তিনি পান বিক্রির ব্যবসা করে আসছেন ইতিপূর্বে অজ্ঞাত ব্যক্তি ছোট বড় ক্ষতি করে আসছে। তারই জের ধরে রোববার রাতে অজ্ঞাত ব্যক্তি তার দোকানের আসবাবপত্র ভাঙচুর এবং দোকানে থাকা পান বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিনষ্ট করে। তিনি বিভিন্নভাবে বিষয়টি জানার চেষ্টা করলেও কারো সন্ধান পাননি। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি। এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply