1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 10:59 am

মুছে ফেলা হচ্ছে জুলাই বিপ্লবের স্মৃতি

  • প্রকাশিত সময় Monday, February 3, 2025
  • 3 বার পড়া হয়েছে

ঢাকা অফিস ॥ জুলাই অভ্যুত্থানে শহিদের রক্তের দাগ শুকায়নি, আহতরা এখনো কাতরাচ্ছেন বিছানায়, অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরলেও এখনো অনেকে মাঠে অধিকার আদায়ের সংগ্রামে। অপরদিকে সুবিধা নিয়েও একটি মহল নষ্ট করছে জুলাই বিপ্লবের স্মৃতি।

২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট এবং নিকট অতিতে হাজারো শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে গ্রাফিতি অঙ্কন ও স্কুল কলেজের পাশাপাশি গুরুত্বপূর্ণ নানা স্থাপনার দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণহত্যার নিদর্শন, আন্দোলনে শহিদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি নিদর্শন, দেয়াললিখন, ছাত্র জনতার রক্তে কেনা নতুন বাংলাদেশের জেন জি প্রজন্মের অসীম সাহসিকতা ও জুলুম-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দলিল মুছে ফেলা হচ্ছে কেরানীগঞ্জে।

আর এটা যেনো দেখেও না-দেখার ভান করছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, ছাত্র, ছাত্র প্রতিনিধি এমনকি সাধারণ মানুষও এগিয়ে আসছে না জুলাই স্মৃতি সংরক্ষণে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কদমতলী গোলচক্কর হতে মহাসড়কের প্রবেশদ্বার চুনকুটিয়া হয়ে নতুন রাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার সৌন্দর্য বর্দ্ধক গাছ এবং উড়াল সেতুর প্রায় প্রতিটি পিলারে আঁকা আকর্ষণীয় গ্রাফিতি, রংতুলিতে শিক্ষার্থীদের আঁকা ছবি, আবেগঘন লিখা ঢেকে দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে।

তাছাড়া দেয়ালের পাশে রাখা ময়লার স্তুপ, ভবঘুরেদের অস্থায়ী ঘর, পিলারের গোড়ায় বানানো অস্থায়ী শৌচাগারে ঢাকা পড়ছে জুলাই বিপ্লবের স্মৃতি।

দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ‘নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনও স্থানে দেয়াল লিখন বা পোস্ট লাগানো যাবে না এবং বিধান লঙ্ঘন করিলে এই আইনের অধীনে অপরাধ হিসাবে গণ্য হবে’ বলে বলা হলেও এ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কিছু বিবেকহীন মানুষ। স্থানীয়দের দাবি মহাসড়কের পিলারে শিক্ষার্থীদের আঁকা আকর্ষণীয় গ্রাফিতি রক্ষায় এগিয়ে আসতে হবে স্থানীয় সচেতন সমাজ, প্রশাসন ও রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষকে।

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ২০২৪ সালে গণঅভ্যুত্থানের জুলাই এর স্মৃতিকে ধরে রাখার জন্য শিক্ষার্থীরা দেয়াল লিখন, গ্রাফিতি অঙ্কন প্রধান উপদেষ্টা বিশ্বের দরবারে তুলে ধরেছেন কিন্তু ছয় মাস পর এখন দেখা যাচ্ছে যে সেই দেয়াল লিখনগুলো হারিয়ে যাচ্ছে কিছু অসচেতন মানুষের জন্য যারা সেই দেয়াল লেখনের উপরে নানা ধরনের ছবি বা পোস্টার লাগাচ্ছে যা জুলাই বিপ্লবকে মুছে ফেলার ভয়াবহ নকশা। আমি মনে করি প্রশাসনে যারা আছেন তারা এই বিষয়গুলো একটু নজরে রাখবেন।

জুলাই বিপ্লবে আহত সাইমন চৌধুরী বলেন, নষ্ট একটি জায়গা শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দারুণ একটি পরিবেশ করে দিয়েছিল। কিন্তু কিছু মানুষ শিক্ষার্থীদের কষ্টে আঁকা জুলাই স্মৃতি নষ্ট করে দিচ্ছে, আমরা বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে বসবো।

এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, বিষয়টি আমি দেখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640