এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন নজিরবিহীন এক ঘোষণায় জানিয়েছে, তারা নিউ ইয়র্ক টাইমসহ চারটি গণমাধ্যমের কার্যালয় প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে সরিয়ে দেবে।
এই সংবাদমাধ্যমগুলোর জন্য পেণ্টাগনে বরাদ্দ থাকা জায়গাগুলোতে অন্যদেরকে স্থান দিতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে শুক্রবারের ওই ঘোষণায় জানানো হয়েছে।
‘নিউ অ্যানুয়াল মিডিয়া রোটেশন প্রোগ্রাম’ শীর্ষক একটি মেমোতে বলা হয়েছে, দ্য নিউ ইয়র্ক টাইমস ছাড়াও ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর), এনবিসি নিউজ এবং পলিটিকো-কে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যেই তাদের জায়গা ছেড়ে দিতে হবে।
এই গণমাধ্যমগুলোর পরিবর্তে পেন্টাগনে কার্যালয় খুলতে পারবে দ্য নিউ ইয়র্ক পোস্ট, ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ক ও হাফপোস্ট নিউজ।
মেমোতে বলা হয়, প্রতি বছরই এই পালাবদল চলতে থাকবে এবং প্রিন্ট, অনলাইন, টিভি কিংবা রেডিও প্রতিটি ধরনের একটি করে নতুন গণমাধ্যম আগেরটির জায়গা নেবে। এতে করে যে গণমাধ্যমগুলো পেন্টাগনের প্রেস কোরের সদস্য হিসাবে কাজ করার সুযোগ পায়নি তারা সে সুযোগ পাবে।
বড় বড় সংবাদ প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদকদের হোয়াইট হাউজ এবং ইউএস ক্যাপিটলের মতো সরকারি ভবনে কাজ করা সাধারণ বিষয়।
তবে ট্রাম্প প্রশাসন অনৈতিহ্যবাহী গণমাধ্যমগুলোকেও এইসব স্থানে আরও বেশি জায়গা দেওয়ার পক্ষে কথা বলে আসছে। এর মধ্যে অনেক গণমাধ্যমই আছে যেগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে বা অনুকূলে প্রতিবেদন তৈরি করেছে।
ট্রাম্প প্রশাসনের নতুন ‘বার্ষিক মেডিয়া রোটেশন প্রোগ্রাম’ নিয়ে হতাশা প্রকাশ করেছে এনবিসি নিউজ। গণমাধ্যমটির মুখপাত্র ইমেইলে বলেছেন, “কয়েক দশক ধরে আমরা পেন্টাগন থেকে খবর সম্প্রচার করছি। আর এখন সেই সম্প্রচার বুথেই আমাদের প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা হতাশ হয়েছি।
“এ সিদ্ধান্ত জাতীয় জনস্বার্থ সংশ্লিষ্ট খবর সংগ্রহ ও সম্প্রচারে গণমাধ্যমটির সক্ষমতায় বড় ধরনের প্রতিবন্ধকতা উল্লেখ করে এনবিসি নিউজের মুখপাত্র বলেছেন, “এরপরও এনবিসি যে সততা ও দৃঢ়তা নিয়ে সব সময় প্রতিবেদন করে গেছে, তা সামনের দিনগুলোতেও আমরা অব্যাহত রাখব।”
ট্রাম্পে প্রশাসনের সিদ্ধান্তের পরও পেন্টাগনের খবর পরিপূর্ণ ও নিরপেক্ষভাবে সংগ্রহ ও প্রচারে নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখার কথা জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসও। এক বিবৃতিতে পত্রিকাটি বলেছে, “প্রবেশে বাধার এ পদক্ষেপ স্পষ্টতই জনস্বার্থের অনুকূল নয়।”
ওদিকে, এনপিআর পেন্টাগনে গণমাধ্যমগুলোর জন্য জায়গা বাড়াতে প্রতিরক্ষা দপ্তরকে আহ্বান জানিয়েছে, যাতে সব গণমাধ্যমই সমান সুবিধা পায়। অন্যদিকে, পলিটিকোর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা সম্পাদক অনিতা কুমার কর্মীদের উদ্দেশে লেখা একটি নোটে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির সমস্যায় পড়ার কথা জানিয়েছেন।
Leave a Reply