কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডের ১৪ জন বীর মুক্তিযোদ্ধাকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ এর সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৫ আগস্ট সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সন্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে স্মারক তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস। তাকে সহযোগিতা করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত থেকে সন্মাননা স্মারক গ্রহণ করেন সদর উপজেলা কমান্ডের সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার লিয়াকত আলী নীলা, সাবেক উপজেলা কমান্ডার মোঃ শহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহিদুল ইসলাম লতিফ,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম শেখ,বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা ওমর আলী,বীর মুক্তিযোদ্ধা (সৈনিক অব:) মোঃ উন্মত আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা(মৃত) নজির হোসেনের পক্ষে স্মারক গ্রহণ করেন পুত্র মোঃ তানভীর আহম্মেদ। উল্লেখ্য যে, কোরোনায় স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বিলম্বে অনুষ্ঠিত হলো এই বীর মুক্তিযোদ্ধা সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান।
Leave a Reply