কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিনজির মুখোমূখী সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। আজ শুক্রবার সকালে উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় কুষ্টিয়া-ইশ^রদি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, আজ সকালে একটি সিএনজি কুষ্টিয়া থেকে কয়েকজন যাত্রী নিয়ে ভেড়ামারার উদ্দ্যোশে রওনা হয়। সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় কুষ্টিয়া-ইশ^রদি মহাসড়কে বিপরীত মূখী একটি পাথর বোঝায় ১০ চাকার ড্রাম ট্রাকের সাথে মুখোমূখী সংঘর্ষ হয়। এতে তানিয়া খাতুন (৩২) নামে সিএনজি যাত্রী ও সিএনজি চালক ঘটনা স্থলেই নিহত হন। গুরুতর আহত তিনজনকে কুষ্টিয়ার আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত তানিয়া ভেড়ামারা উপজেলার গোলপ নগরের কালাম মাস্টারের মেয়ে। নিহত সিএনজি চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
কুষ্টিয়া-হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন জানান, রানাখড়িয়া ঘোড়ামারা নামক স্থানে ট্রাক ও সিএনজি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ট্রাক ফেলে রেখে পালিয়েছে।
Leave a Reply